Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জীবনযাপন একেবারে সাধারণ, জানুন কিভাবে জীবন কাটান নীতা আম্বানীর বোন

শ্রেয়া চ্যাটার্জি - নীতা আম্বানীর বোন হয়েও তিনি একেবারে সাদামাটা জীবন কাটান। নীতা আম্বানীর এই বোনের নাম মমতা দালাল। দেখতে অনেকটাই নীতার মত কিন্তু তাদের জীবনযাত্রা একেবারেই আলাদা। খুব সাধারন…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি – নীতা আম্বানীর বোন হয়েও তিনি একেবারে সাদামাটা জীবন কাটান। নীতা আম্বানীর এই বোনের নাম মমতা দালাল। দেখতে অনেকটাই নীতার মত কিন্তু তাদের জীবনযাত্রা একেবারেই আলাদা। খুব সাধারন মার্জিত সাজগোজ। নীতার মুখের সঙ্গে হালকা মিল রয়েছে তার। মুম্বাই শহরে জন্মগ্রহণ করেছেন মমতা। তবে তথাকথিত লাইমলাইট থেকে মমতা নিজেকে একেবারেই দূরে সরিয়ে রেখেছেন। পার্টি কিংবা অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকলেও ক্যামেরা তাকে খুব একটা ফোকাস করেনা। তার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব একটা তথ্য পাওয়া যায় না। তবে তার বাবার নাম রবীন্দ্র ভাই দালাল এবং মা পূর্ণিমা দালাল। তার পড়াশোনা, ব্যক্তিগত জীবন, তার বিবাহিত জীবন ইত্যাদি কিছুই জানা যায়নি।

নীতা আম্বানীর বোন হিসাবে তিনি খুব সাধারণ জীবন যাপন করেন। আম্বানীদের পরিবারের প্রতিটি অনুষ্ঠানে তিনি আসেন এমনকি কয়েক দিন আগে আম্বানী পুত্র আকাশের বিয়েতেও তাকে দেখা গিয়েছিল। তবে পেশায় তিনি একজন শিক্ষিকা। তিনি ধীরুভাই আম্বানী ইন্টারন্যাশনাল স্কুলের একজন শিক্ষিকা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে এই বিষয়ে নীতার সঙ্গে তার একটি মিল আছে। নীতা ও বিয়ের আগেই শিক্ষিকা ছিলেন। মমতা সম্পর্কে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। তিনি শচীন তেন্ডুলকর এবং শাহরুখ খানের মেয়েকেও পড়াতেন। নীতার দুই ছেলে-মেয়ে ঈশা ও আকাশ। বিয়ের সাত বছর পরে আইভিএফ পদ্ধতির সাহায্যে তাদের জন্ম হয়। সেই সময় এই মমতা মাসী নাকি তাদের খুব সাহায্য করেছিলেন। তাদের বড় হয়ে ওঠার পেছনে এই মাসির অনেক ভূমিকা রয়েছে। তবেই নীতা আম্বানীর বোন হওয়া সত্ত্বেও তিনি কিন্তু ভীষণ সহজ সরল জীবনযাপন করেন। সকলে থেকে তিনি একেবারেই আলাদা, তার সোশ্যাল মিডিয়া নিজস্ব কোন পেজ নেই।

About Author