ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি হিসেবে দেওয়া হচ্ছে আর্থিক সহায়তা। লাইফ গুড স্কলারশিপ (Life Good Scholarship) এর আওতায় ১ লক্ষ টাকা বৃত্তি হিসেবে পাচ্ছেন ছাত্রছাত্রীরা। দ্বাদশ শ্রেণি পাশ করলেই এই বিশেষ যোজনার জন্য আবেদন করতে পারবেন ছাত্রছাত্রীরা। কীভাবে আবেদন করবেন এই যোজনার জন্য, কী কী শর্তই বা রয়েছে, সমস্ত তথ্য রইল এই প্রতিবেদনে।
এলজি ইলেক্ট্রনিক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এর তরফে আর্থিক ভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য শুরু করেছে লাইফ গুড ছাত্রবৃত্তি যোজনা। ১০০০০০ টাকা পর্যন্ত বৃত্তি পাওয়া যাবে এই যোজনায়। দেশের যে কোনো জায়গা থেকেই এই যোজনার জন্য আবেদন করা যেতে পারে। ভারতের কোনো প্রতিষ্ঠিত কলেজ থেকে পাশ করতে হবে ছাত্রছাত্রীদের। প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের পড়াশোনার পরিস্থিতি ঠিক থাকতে হবে। হাইস্কুলের পরীক্ষা বা আগের বার্ষিক পরীক্ষায় নূন্যতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। পরিবারের বার্ষিক আয় হতে হবে ৮ লক্ষ টাকার কম। এই যোজনা থেকে প্রাপ্ত টাকা স্কুল বা কলেজের বিভিন্ন কাজে ব্যবহার করতে হবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই যোজনায় আবেদন করার জন্য দ্বাদশ শ্রেণির মার্কশিট/ সেমিস্টারের মার্কশিট, আধার কার্ড, পরিবারের আয়ের প্রমাণ পত্র, আয়কর রিটার্নের বিবরণ, ফর্ম ১৬, বিপিএল/ রেশন কার্ড, জাতিগত প্রমাণ পত্র বা গ্রাম পঞ্চায়েতের থেকে পাওয়া প্রমাণ পত্র, স্কুলের আইডি প্রয়োজন হবে।
এই যোজনায় অনলাইন আবেদন করার জন্য প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সাইন ইন করতে হবে। এরপর সঠিক তথ্য দিয়ে আবেদন পত্র পূরণ করতে হবে। এরপর জরুরি নথিপত্র আপলোড করে আবেদন পত্র সাবমিট করতে হবে। ২৩ মে আবেদন পত্র জমা করার শেষ তারিখ।