Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বার্ধক্য বয়সের টেনশন শেষ, LIC-র এই পলিসিতে পাবেন ৫৯ হাজার টাকা পেনশন, জানুন কীভাবে

দেশের সবথেকে বড় জীবন বীমা সংস্থা হল এলআইসি। এই সংস্থাটি ভারতে জীবন বীমা দেওয়ার জন্য অত্যন্ত প্রসিদ্ধ। ভারতে যে সমস্ত মানুষ জীবন বীমা করিয়েছেন তাদের মধ্যে অধিকাংশ মানুষ এলআইসি থেকেই…

Avatar

দেশের সবথেকে বড় জীবন বীমা সংস্থা হল এলআইসি। এই সংস্থাটি ভারতে জীবন বীমা দেওয়ার জন্য অত্যন্ত প্রসিদ্ধ। ভারতে যে সমস্ত মানুষ জীবন বীমা করিয়েছেন তাদের মধ্যে অধিকাংশ মানুষ এলআইসি থেকেই জীবন বীমা করিয়েছেন। সেই কারণে ভারতের এলআইসির একটা আলাদা জনপ্রিয়তা রয়েছে। এলআইসি তে অর্থ বিনিয়োগ করে বহু মানুষ কোটিপতি হয়েছেন এখনো পর্যন্ত। এর পাশাপাশি বৃদ্ধ বয়সে যাতে আপনার কোন সমস্যা না হয় এজন্য আপনার আগে এলআইসিতে নিয়োগ করে রাখা উচিত। বর্তমানে এলআইসিতে এমন অনেক প্রকল্প রয়েছে, যেখানে আপনি বার্ধক্যের সময় ভালো আয় করতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক এরকম কয়েকটা আকর্ষণীয় প্ল্যান এর ব্যাপারে বিস্তারিত।

আপনাদের জানিয়ে রাখি এলআইসির সবথেকে ভালো পলিসির নাম হলো এলআইসি সরল পেনশন প্ল্যান। এই প্রকল্প তে যদি আপনি বিনিয়োগ করেন তবে আপনি ৬০ বছর বয়সের পর থেকে নিয়মিত আয় করতে পারবেন তাও আবার বাড়িতে বসে। এলআইসি সরল পেনশন প্ল্যান হলো একটি বার্ষিক প্রকল্প। আপনি যদি এই নীতি গ্রহণ করেন তবে আপনি পেনশন পেতে শুরু করবেন। এই প্রকল্পের অধীনে পলিসি কেনার সময় আপনাকে শুধুমাত্র একবারের জন্য প্রিমিয়াম দিতে হবে। প্রিমিয়াম পরিশোধের পরে পলিসিধারি পেনশন পেতে শুরু করবেন। এরপর যদি তিনি মারা যান তাহলে নমিনিকে টাকা ফেরত দেওয়া হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সরল পেনশন প্রকল্পের অধীনে আপনি ১০০০ টাকা মাসিক পেনশন পেতে পারেন। তবে সর্বাধিক পেনশন পাওয়ার কোন তেমন সীমা নেই। এই পেনশন প্রকল্প আপনার বিনিয়োগের উপর নির্ভর করবে। পেনশনের জন্য আপনি মাসিক, ত্রিমাসিক, অর্ধ বার্ষিক এবং বার্ষিক বিকল্প গ্রহণ করতে পারেন। এতে আপনি বার্ষিক ৫৮,৯৫০ টাকা পর্যন্ত পেয়ে যাবেন এবং যৌথ একাউন্টে ৫৮,২৫০ টাকা পর্যন্ত পেয়ে যাবেন। অনলাইন এবং অফলাইন উভয় ভাবে আপনি এই পলিসি কিনতে পারবেন।

About Author