Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

LIC-এর এই পলিসিতে ডাবল সুবিধা পাওয়া যাবে, 125% প্রিমিয়াম দেওয়া হবে, বিস্তারিত চেক করুন

এলআইসির নতুন পলিসি জীবন লাইফ ইন্স্যুরেন্স তার বিনিয়োগকারীদের সম্প্রতি দ্বিগুণ সুবিধা দিতে শুরু করেছে। এই পলিসির পলিসি ধারকরা সঞ্চয়ের সুবিধা পেয়ে যান এবং দ্বিতীয়ত তারা জীবন বিমার সুবিধা ও একই…

Avatar

এলআইসির নতুন পলিসি জীবন লাইফ ইন্স্যুরেন্স তার বিনিয়োগকারীদের সম্প্রতি দ্বিগুণ সুবিধা দিতে শুরু করেছে। এই পলিসির পলিসি ধারকরা সঞ্চয়ের সুবিধা পেয়ে যান এবং দ্বিতীয়ত তারা জীবন বিমার সুবিধা ও একই সাথে পেয়ে যাচ্ছেন। পলিসি মেয়াদে বিমাকৃত ব্যক্তির অকাল মৃত্যু হলে আবার প্রিমিয়ামের ১২৫% পর্যন্ত পরিবারকে প্রদান করা হয়। পরিপক্কতা পর্যন্ত বেঁচে থাকার ক্ষেত্রে জমা করা মোট প্রিমিয়াম বিনিয়োগকারীকে ফেরত দেওয়া হয়। এলআইসি গত মাসে জুলাইয়ের শেষ সপ্তাহে এই লাইফ ইন্সুরেন্স পরিকল্পনা চালু করেছিল। ব্যক্তিগত সঞ্চয় পরিকল্পনার পাশাপাশি এটি একটি জীবন বীমা প্রকল্পও বটে।

এলআইসি জীবন লাইফ ইন্সুরেন্স পলিসির সব থেকে বড় সুবিধা হল পলিসি ধারককে মেয়াদ পূর্তিতে মোট প্রিমিয়ামের টাকা একসাথে দেওয়া হয়। পলিসি ধারক পলিসি চলাকালীন যদি মারা যান তাহলে বীমা করা অর্থ সম্পূর্ণরূপে ফেরত দেওয়া হবে এবং তার উপরে আরো অর্থ দেবে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন। প্রথম বছরে আত্মহত্যা ব্যতীত দুর্ঘটনা জনিত মৃত্যুসহ সমস্ত ধরনের মৃত্যুকে এই পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। সঙ্গেই এই পেমেন্ট প্রসিডিওর হবে একেবারে নিয়মিত এবং একক প্রিমিয়ামের ভিত্তিতে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নিয়মিত প্রিমিয়াম প্রদানের নীতির অধীনে মৃত্যুর ক্ষেত্রে আপনি বার্ষিক প্রিমিয়ামের ৭ গুণ পেয়ে যাচ্ছেন। তার পাশাপাশি মৃত্যুর তারিখ পর্যন্ত জমা করা মোট প্রিমিয়ামের ১০৫% বেসিক সাম অ্যাসিওর্ড প্রদান করা হয়ে থাকে। একক প্রিমিয়াম পেমেন্টের নীতির অধীনে একক প্রিমিয়াম এর উপরে ১২৫% পর্যন্ত মৃত্যুর ক্ষেত্রে দেওয়া হয়। এছাড়াও এর বাইরে মূল বিমার পরিমাণও দেওয়া হয় পুরোপুরি।

About Author