ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

চাকরির পর বাঁচুন পায়ের পর পা তুলে, LIC’র এই প্ল্যানে নিশ্চিত পেনশন, বুড়ো বয়সে থাকবে না টাকার টেনশন

Advertisement

Advertisement

অবসরের পর নিয়মিত আয়ের কোনো উৎস না থাকায় চাকরির পরের জীবন নিয়ে সবাই চিন্তিত হন । আপনার আয়ের উত্স বজায় রাখার জন্য একটি দুর্দান্ত পরিকল্পনা রয়েছে। যার মধ্যে আপনি চাকরির সময় বিনিয়োগ করে পেনশন পেতে পারেন। বর্তমানে বাজারে অনেক পেনশন প্ল্যান নিয়ে আলোচনা চলছে। অনেক পরিকল্পনায় ঝুঁকি রয়েছে। তবে যারা ঝুঁকিকে ভয় পান তাদের জন্য এই পরিকল্পনাটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।

Advertisement

আমরা যে পেনশন প্ল্যানের কথা বলছি তা দেশের বৃহত্তম বীমা সংস্থা এলআইসি চালু করেছে। এলআইসির এই প্ল্যানের নাম পেনশন প্লাস প্ল্যান। এই পরিকল্পনায় বিনিয়োগ করা অর্থের উপর কোনও ঝুঁকি ছাড়াই অবসরগ্রহণের সময় পেনশন প্রদান করা হয়। এই প্রকল্প থেকে খুব ভালো রিটার্ন পাওয়া যায়। এতে পলিসি হোল্ডাররা সিঙ্গেল প্রিমিয়াম অ্যাকাউন্ট পরিশোধ করতে পারবেন। এ ছাড়া মাসিক, অর্ধ বার্ষিক, বার্ষিক পেমেন্ট করার অপশন রয়েছে। এর সিঙ্গল অ্যাকাউন্ট প্রিমিয়ামের ন্যূনতম পরিমাণ ১ লক্ষ টাকা।

Advertisement

Advertisement

একই সঙ্গে বার্ষিক প্রিমিয়াম পরিশোধের ন্যূনতম পরিমাণ ৩০ হাজার টাকা, অর্ধবার্ষিক প্রিমিয়ামের জন্য ১৬ হাজার টাকা, বার্ষিক প্রিমিয়ামের জন্য ৯ হাজার টাকা এবং মাসিক সর্বনিম্ন ৩ হাজার টাকা। ২৫ বছর থেকে ৭৫ বছর বয়সী যে কোনো ব্যক্তি এই পলিসি কিনতে পারবেন। এটি ৩৫ বছর থেকে ৮৫ বছর বয়স পর্যন্ত পরিপক্ক হয়। পলিসির মেয়াদ ১০ বছর থেকে ৪২ বছর পর্যন্ত। একই সময়ে পেনশনের পরিমাণ আপনার বিনিয়োগের উপর নির্ভর করে। এলআইসি পেনশন প্ল্যানে বিনিয়োগের কোনও সীমা নেই। অনলাইন ওয়েবসাইট ভিজিট করে এর সুবিধা নিতে পারেন। এলআইসির এই প্ল্যানটি ব্রোকার বা ব্যাঙ্কের মাধ্যমে দেওয়া হয় না। এই পরিকল্পনার আওতায় ফান্ডে বিনিয়োগের জন্য চার ধরনের অপশন রয়েছে।

Recent Posts