Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রত্যেক বছর পাবেন ৫২ হাজার টাকা পেনশন, একবার জমা করতে হবে প্রিমিয়াম, জানুন এলআইসির পলিসি সম্পূর্ণ ডিটেইল

অধিকাংশ কর্মরত ব্যক্তি অবসর গ্রহণের পর তাদের জীবন এবং তাদের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত চিন্তিত থাকেন। আসলে এখন বেশিরভাগ মানুষ অবসর গ্রহণের পরে পেনশন পান না, অথবা পেনশনের জন্য তাদেরকে অনেক…

Avatar

অধিকাংশ কর্মরত ব্যক্তি অবসর গ্রহণের পর তাদের জীবন এবং তাদের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত চিন্তিত থাকেন। আসলে এখন বেশিরভাগ মানুষ অবসর গ্রহণের পরে পেনশন পান না, অথবা পেনশনের জন্য তাদেরকে অনেক বেশি সমস্যায় পড়তে হয়। এই সমস্যা থেকে তাদের বের করে আনার জন্য এলআইসি একটি পেনশন পরিকল্পনা চালু করেছে যার নাম দেওয়া হয়েছে জীবন সরল পরিকল্পনা। এতে বিনিয়োগকারীদের প্রিমিয়ামের পরিমাণ বেছে নেওয়ার বিকল্প রয়েছে। ৪০ থেকে ৮০ বছর বয়স পর্যন্ত বিনিয়োগকারীরা এতে বিনিয়োগ করতে পারেন।

কর্মরত বেশিরভাগ মানুষ নিজেদের জন্য এমন বিকল্পের সন্ধানে থাকেন যাতে বিনিয়োগ করে তারা অবসর গ্রহণের পরে নিয়মিত আয়ের মত অর্থ পেতে পারেন। এলআইসি ওয়েবসাইট অনুসারে এলআইসি জীবন সরল পরিকল্পনা হলো একটি পলিসি ইন্সুরেন্স রেগুলেটারি এন্ড ডেভেলপমেন্ট অথোরিটি অফ ইন্ডিয়া IRDAI এর নির্দেশিকা অনুসারে ডিজাইন করা হয়েছে। এতে বিনিয়োগকারীদের একবার মাত্র টাকা জমা দিতে হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এলআইসি জানিয়েছে যে এই প্ল্যান আপনি অফলাইনের পাশাপাশি এলআইসির ওয়েবসাইট থেকেও কিনতে পারবেন। এই পেনশন স্কিম আপনি যেকোনো একজনের জন্য কিনতে পারেন। এলআইসি সরল জীবন পরিকল্পনায় বিনিয়োগকারী ১২০০০ টাকা মাসিক পেনশন পেয়ে যাচ্ছেন। তবে বিনিয়োগকারীকে এককালীন প্রিমিয়াম দিতে হচ্ছে। তবে পলিসিধারি মাসিক, অর্ধ বার্ষিক, ত্রৈমাসিক অথবা বার্ষিকের মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারেন।

এই নতুন নীতি অনুসারে পলিসি কেনার পরে পেনশন শুরু হবে। যদি একজন ব্যক্তি ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে তিনি প্রতি বছর ৫২ হাজার ৫০০ টাকা পেয়ে যাবেন। পলিসি ক্রেতাকে চিকিৎসার বিবরণসহ ঠিকানা প্রমাণ এবং কেওয়াইসি নথি প্রদান করতে হবে। এছাড়াও তার মেডিকেল টেস্ট করা হবে এলআইসির তরফ থেকে।

About Author