Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এলআইসি লঞ্চ করলো নতুন ক্রেডিট কার্ড, বীমা প্রিমিয়ামের উপরে থাকবে রিওয়ার্ড পয়েন্ট, বিনামূল্যে ৫ লাখ পর্যন্ত কভার

IDFC FIRST ব্যাংক, এলআইসি কার্ড এবং মাস্টার কার্ড যৌথভাবে শুরু করল একটি নতুন পরিষেবা। এই তিনটি কোম্পানি একসাথে মিলে একটি ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই কার্ডে আপনি…

Avatar

IDFC FIRST ব্যাংক, এলআইসি কার্ড এবং মাস্টার কার্ড যৌথভাবে শুরু করল একটি নতুন পরিষেবা। এই তিনটি কোম্পানি একসাথে মিলে একটি ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই কার্ডে আপনি একসাথে অনেকগুলি সুবিধা পেয়ে যাবেন। এলআইসি দেওয়ার তথ্য অনুসারে এই কার্ডের মাধ্যমে বীমা প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন আপনারা। আর পাশাপাশি এই কার্ড ধারক বিনামূল্যে ৫ লক্ষ টাকা দুর্ঘটনা জনিত বীমা পেয়ে যেতে পারেন। এছাড়াও কোন যোগদান এবং বার্ষিক ফি আপনাকে দিতে হবে না এই কার্ডের জন্য। তবে এখানে একটা বিষয় জানিয়ে রাখা দরকার, অন্যান্য কার্ডের তুলনায় আপনার খরচ হবে কিছুটা কম। তবে হ্যাঁ, সুদ আপনাকে দিতে হবে আপনার এই জীবন বীমার জন্য। জানা যাচ্ছে প্রতি বছর ৯ শতাংশ থেকে এই সুদের হার শুরু হবে।

এলআইসি এই মুহূর্তে দুই ধরনের ক্রেডিট কার্ড চালু করেছে। এলআইসি ক্লাসিক এবং এলআইসি সিলেক্ট নামের দুই ধরনের ক্রেডিট কার্ড এখন এলআইসির কাছে রয়েছে। এই ক্রেডিট কার্ড সারা দেশের ২৭ কোটিরও বেশি পলিসি হোল্ডার ব্যবহার করে থাকেন। এলআইসি প্রিমিয়াম পেমেন্ট রিওয়ার্ড পয়েন্ট অর্জন করার সুযোগ পেয়ে যাবেন আপনি যদি এই কার্ড ব্যবহার করেন। এছাড়াও ৫০ হাজার টাকা পর্যন্ত কার্ড হারিয়ে যাওয়ার জন্য কভার এবং ৫ লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমা কভার আপনি পাবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এলআইসি ইন্সুরেন্স প্রিমিয়াম প্রদানসহ যে কোন অনলাইন কেনাকাটায় দারুন পুরস্কার আপনাদের জন্য থাকবে। এছাড়াও, ভারতের বড় বড় বিমানবন্দর এবং রেলওয়ে স্টেশনের লাউঞ্জ এক্সেস করতে পারবেন আপনারা। ব্যক্তিগত দুর্ঘটনার মত বিভিন্ন সুরক্ষা কভার সরবরাহ করবে এই কার্ড। এছাড়াও কার্ড ধারীরা ১৩৯৯ টাকার চার্জে ১ শতাংশ সারচার্জ মুকুব করতে পারবেন।

About Author