গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এল ভারতীয় জীবন বিমা নিগম। এক বিশেষ স্কিমের ঘোষণা করল এই সংস্থা। কর্মরতদের জন্য এই বিশেষ স্কিমের ব্যবস্থা করল ভারতীয় জীবন বিমা নিগম। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, সর্বাধিক ৬৫ হাজার টাকা পর্যন্ত পেনসন পাওয়া যেতে পারে। নূন্যতম ৩০ বছর ও সর্বাধিক ৮৫ বছরের জন্য এই স্কিম নেওয়া যায়। ৫-২০ বছরের মধ্যে ৯.১৮% থেকে ১৯.২৩% লাইফটাইম গ্যারান্টি পাওয়া যাবে এই স্কিমে। এছাড়াও থাকছে লোনের ব্যবস্থা।
Related Articles
Vi লঞ্চ করছে নতুন রিচার্জ প্ল্যান, অর্ধেক দিন পাবেন আনলিমিটেড ইন্টারনেট, নতুন অফার দেখে অবাক Jio, BSNL
December 11, 2024
Jio লঞ্চ করছে নতুন JioPhone Prima 2, এতে চলবে অন্য কোম্পানির সিম, জানুন ফোনের দাম ও স্পেসিফিকেশন
December 11, 2024