শিক্ষা জীবনে আর্থিক সঙ্কট অনেক সময় মেধাবী ছাত্রছাত্রীদের স্বপ্নকে থামিয়ে দেয়। পরিবারের অল্প আয়ের কারণে বহু পড়ুয়া উচ্চশিক্ষায় এগোতে পারে না। ঠিক এই সমস্যার সমাধান হিসেবেই লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) নিয়ে এসেছে গোল্ডেন জুবিলি স্কলারশিপ ২০২৫। এই স্কিমের লক্ষ্য, আর্থিকভাবে দুর্বল পরিবারের যোগ্য ছাত্রছাত্রীদের পড়াশোনা চালিয়ে যেতে আর্থিক সহায়তা প্রদান।
স্কিমের মূল উদ্দেশ্য
LIC জানিয়েছে, এই স্কলারশিপ মূলত মেধাবী অথচ আর্থিক সমস্যায় পড়া ছাত্রছাত্রীদের হায়ার স্টাডিজের পথে এগিয়ে নিতে সাহায্য করবে। দেশের সরকারি ও বেসরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ডিগ্রি, ডিপ্লোমা বা আইটিআই কোর্সে ভর্তি হওয়া পড়ুয়াদের জন্য এই সুবিধা চালু হয়েছে। বিশেষভাবে মেয়েদের জন্যও আলাদা ভাতা রাখা হয়েছে, যাতে তাঁদের শিক্ষার সুযোগ আরও প্রসারিত হয়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকত টাকা পাওয়া যাবে?
মেডিক্যাল কোর্স (MBBS, BAMS, BHMS, BDS ইত্যাদি): প্রতি বছর 40,000 (দুই কিস্তিতে 20,000 করে)।
ইঞ্জিনিয়ারিং কোর্স (BE, BTech, BArch): বছরে 30,000 (দুই কিস্তিতে 15,000 করে)।
ডিগ্রি, ডিপ্লোমা ও ITI কোর্স: বছরে 20,000 (দুই কিস্তিতে 10,000 করে)।
মেয়েদের জন্য বিশেষ স্কলারশিপ: ১০ম শ্রেণির পর ITI, ১২ম বা ডিপ্লোমা কোর্সে ভর্তি হলে বছরে 15,000 (দুই কিস্তিতে)।
স্কলারশিপ চলবে যতদিন পর্যন্ত নির্বাচিত পড়ুয়ার কোর্স সম্পূর্ণ না হয়। তবে যদি কেউ কোর্সের মধ্যে ইন্টার্নশিপ বা স্টাইপেন্ড পায়, তবে তার স্কলারশিপ বন্ধ হয়ে যাবে।
আবেদন করার যোগ্যতা
পরিবারের বার্ষিক আয় 4,50,000 টাকার কম হতে হবে।
পোস্ট-গ্রাজুয়েট কোর্সে এই সুবিধা পাওয়া যাবে না।
১০ম শ্রেণির পর: ২০২২-২৩, ২০২৩-২৪ বা ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ন্যূনতম ৬০% নম্বর থাকতে হবে।
১২ম শ্রেণির পর: উল্লিখিত শিক্ষাবর্ষে অন্তত ৬০% নম্বর থাকতে হবে।
মেয়েদের জন্য: ১০ম শ্রেণিতে অন্তত ৬০% নম্বর এবং ITI/১২ম/ডিপ্লোমা কোর্সে ভর্তি থাকা জরুরি।
কতজন ছাত্রছাত্রী সুযোগ পাবেন?
LIC-এর ১১২টি ডিভিশনাল অফিস থেকে প্রত্যেকটিতে ১০০ জন করে ছাত্রছাত্রী নির্বাচন হবে। অর্থাৎ সারা দেশে প্রায় ১১,২০০ জন এই স্কলারশিপের সুযোগ পাবে। এর মধ্যে ৮০টি সাধারণ স্কলারশিপ (৪০ ছেলে ও ৪০ মেয়ে) এবং ২০টি বিশেষভাবে মেয়েদের জন্য নির্ধারিত। যদি ছেলেদের আবেদন কম থাকে, তবে সেই সুযোগ মেয়েদের দেওয়া হবে।