সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে ছড়িয়ে পড়া একাধিক পোস্টে দাবি করা হচ্ছে, LIC-এর নতুন FD স্কিমে মাত্র ১ লক্ষ বিনিয়োগ করলেই নাকি প্রতি মাসে ৬,৫০০ নিশ্চিত আয় হবে। বিষয়টি যাচাই করে দেখা হয়েছে—দাবিটি বাস্তব সুদহারের সঙ্গে মেলে না। ২০২৫ সালে LIC Housing Finance-এর ফিক্সড ডিপোজিট (FD)-এ সর্বোচ্চ বার্ষিক সুদহার প্রায় ৭.৭৫% ধরা হলে, ১ লক্ষ টাকার বার্ষিক সুদ দাঁড়ায় ৭,৭৫০; অর্থাৎ মাসে আনুমানিক ৬০০–৬৪৫, ৬,৫০০ নয়। ফলে ভাইরাল প্রচারটি ভ্রান্ত বা অতিরঞ্জিত বলে পরিগণিত হয়েছে।
আর্থিক গণিত অনুযায়ী হিসেবটি সহজ
১,০০,০০০ × ৭.৭৫% = ৭,৭৫০ (বার্ষিক) → প্রতি মাসে = ৬৪৫।
কিছু Monthly Income FD-এ ন্যূনতম বিনিয়োগসীমা ২ লক্ষ পর্যন্ত ধরা থাকে; সেক্ষেত্রেও মাসিক সুদ প্রকৃত হারের আনুপাতিক, ভাইরাল দাবির মতো বহুগুণ নয়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join NowLIC Housing Finance-এর মাসিক আয়ের FD-গুলোতে সুদ সাধারণত ৭.০০%–৭.৭৫% বার্ষিক পরিসরে ঘোরে। মাসিক কিস্তিতে সুদ নিতে চাইলে বার্ষিক মোট সুদকে ১২ দিয়ে ভাগ করলেই আনুমানিক monthly payout বোঝা যায়। ফলে “নতুন স্কিমে ১ লক্ষে ৬,৫০০ মাসে” ধরনের শিরোনামকে ফ্যাক্ট-চেক করলে দেখা যায়, তা বাস্তব হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। স্কিমের কিছু স্বীকৃত সুবিধা অবশ্যই আছে—নিরাপদ ও বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানে বিনিয়োগ, অনলাইনে অ্যাকাউন্ট খোলার সুবিধা, Senior Citizen অতিরিক্ত সুদ, এবং কিছু পণ্য/পলিসিতে ট্যাক্স বেনেফিট। তবে উচ্চ রিটার্নের লোভনীয় প্রচারে প্রভাবিত না হয়ে, অফিশিয়াল তথ্য দেখে এবং নিজের risk profile মিলিয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
ভবিষ্যৎ বিনিয়োগকারীকে মনে রাখতে হবে—অস্বাভাবিক বেশি মাসিক রিটার্নের প্রতিশ্রুতি সাধারণত FD প্রোডাক্টের প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কাজেই, কোনও স্কিমে অস্বাভাবিক মাসিক আয় বলা হলে শর্তাবলি, সুদের ধাপ (tenure-wise rate), payout frequency এবং প্রকৃত বার্ষিক হার (Annualised Yield) ভালো করে পড়তে হবে। সন্দেহ হলে নিকটস্থ শাখা/অনুমোদিত প্রতিনিধি-র সঙ্গে যোগাযোগ করা উচিত।