Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

LIC দিচ্ছে ২ লক্ষ টাকা, মহিলারা কীভাবে পাবেন জানুন এক ক্লিকে

গ্রামে বসবাসকারী মহিলারা এবার পেশাদার বিমা এজেন্ট হতে পারবেন এলআইসি-র বিশেষ সহায়তায়। আর তার সঙ্গেই আসছে তিন বছরের প্রশিক্ষণ, মাসিক ভাতা এবং বাড়তি কমিশনের সুবিধা। 'বিমা সখী' প্রকল্পের লক্ষ্য শুধুমাত্র…

Avatar

গ্রামে বসবাসকারী মহিলারা এবার পেশাদার বিমা এজেন্ট হতে পারবেন এলআইসি-র বিশেষ সহায়তায়। আর তার সঙ্গেই আসছে তিন বছরের প্রশিক্ষণ, মাসিক ভাতা এবং বাড়তি কমিশনের সুবিধা। ‘বিমা সখী’ প্রকল্পের লক্ষ্য শুধুমাত্র অর্থ উপার্জন নয়, বরং মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা।

২০২৪ সালের ৯ই ডিসেম্বর হরিয়ানায় এই প্রকল্পের সূচনা হয়। আগামী তিন বছরে মোট ২ লক্ষ মহিলাকে বিমা এজেন্ট হিসেবে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এলআইসি-র তরফে। অংশগ্রহণকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৭০ বছরের মধ্যে এবং কমপক্ষে মাধ্যমিক পাশ হওয়া বাধ্যতামূলক।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রশিক্ষণ চলবে তিন বছর। এই সময় মহিলারা মাসিক ভাতা পাবেন—

  • প্রথম বছরে ৭,০০০,

  • দ্বিতীয় বছরে ৬,০০০

  • তৃতীয় বছরে ৫,০০০

তিন বছরে মোট সহায়তার অঙ্ক দাঁড়ায় ₹২ লক্ষের বেশি। প্রশিক্ষণের শেষে IRDAI-এর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা এলআইসি-র এজেন্ট হিসেবে লাইসেন্স এবং সার্টিফিকেট পাবেন। পরবর্তীতে সুযোগ থাকবে উন্নতি করে ডেভেলপমেন্ট অফিসার হওয়ারও।

এজেন্ট হিসেবে কাজ শুরু করার পর মহিলারা কমিশনের ভিত্তিতে অতিরিক্ত উপার্জনের সুযোগ পাবেন। এক্ষেত্রে গড় মাসিক রোজগার ১৫,০০০-এর কাছাকাছি হতে পারে, যার বার্ষিক অঙ্ক দাঁড়ায় ₹১.৭৫ লক্ষেরও বেশি। আবেদনকারীরা অনলাইনে এলআইসি-র অফিসিয়াল পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া, প্রশিক্ষণ ও সার্টিফিকেশন—সবটাই ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে।

প্রশ্নোত্তর:

১. ‘বিমা সখী’ প্রকল্পে কে আবেদন করতে পারবেন?
কমপক্ষে মাধ্যমিক পাশ করা, ১৮-৭০ বছর বয়সী যে কোনও ভারতীয় মহিলা আবেদন করতে পারবেন।

২. আবেদন প্রক্রিয়া কীভাবে?
LIC-এর অফিসিয়াল পোর্টালে গিয়ে অনলাইনে ফর্ম পূরণ করেই আবেদন করা যাবে।

৩. প্রশিক্ষণের মেয়াদ কতদিন?
মোট ৩ বছরের প্রশিক্ষণ চলবে, যার মধ্যে থাকবে মেন্টরশিপ ও লাইসেন্স পরীক্ষা।

৪. ভাতা ও কমিশনের পরিমাণ কত?
মাসিক ভাতা প্রথম বছর ₹৭,০০০ থেকে শুরু হয়ে ধাপে ধাপে কমে ₹৫,০০০ পর্যন্ত হবে। গড় কমিশন ইনকাম ₹১৫,০০০ মাসিক।

৫. এই প্রকল্পে ভবিষ্যতে আরও কী সুযোগ রয়েছে?
IRDAI পরীক্ষায় উত্তীর্ণ হলে এজেন্ট হওয়া যাবে এবং ভবিষ্যতে LIC ডেভেলপমেন্ট অফিসার হিসেবেও কাজ করা সম্ভব।

এই প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ গ্রামের মহিলা স্বনির্ভর হওয়ার সুযোগ পাচ্ছেন। এটি শুধু অর্থনৈতিক নয়, সামাজিক ক্ষমতায়নেরও বড় পদক্ষেপ। সরকার যেখানে ‘বিমা সকলের জন্য’ স্লোগানে এগিয়ে চলেছে, এই প্রকল্প তার বাস্তব রূপায়ন বলে মনে করা হচ্ছে।

About Author