২০২০-২১ এর বাজেট পেশ হয়েছে গত ১ লা ফেব্রুয়ারি। বাজেটকে অনিশ্চয়তার মেঘ সঞ্চার হয়েছে সারা দেশে। এরই মাঝে এলআইসি-র শেয়ার বিক্রিকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অর্থমন্ত্রী ঘোষণা করেন যে, এলআইসি-র শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এরপরই বিরোধীরা সরকারি সম্পত্তি বিক্রির অভিযোগ আনে কেন্দ্রের বিরুদ্ধে। দেশ জুড়ে এক বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এলআইসি-কে নিয়ে। মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সঞ্চয়ের ক্ষেত্রে অনিশ্চয়তার যে বাতাবরণ সৃষ্টি হয়েছে তা কাটাতে এবার মাঠে নামলো এলআইসি কর্তৃপক্ষ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএলআইসি-র শেয়ার বিক্রি সংক্রান্ত সমস্ত সন্দেহ দূর করতে এগিয়ে এলেন চেয়ারম্যান এম আর কুমার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ‘সরকারের সঙ্গে আলোচনা করে স্থির করা হবে কত শতাংশ শেয়ার বাজারে ছাড়া হবে। তবে শেয়ার বিক্রি মানেই বেসরকারিকরণ নয়, এ ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকুন। আরও কিছু দিন পরে সংস্থার শেয়ার বাজারে আসুক।’ এলআইসি কর্তৃপক্ষের এই বার্তার ফলে সংস্থায় সঞ্চয় সংক্রান্ত অনিশ্চয়তা কাটবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।