Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

LIC Scheme: মাত্র ৩০ ঘন্টায় LIC থেকে প্রতি মাসে আয় করুন ৮৪ হাজার টাকা, করতে হবে এই কাজ

এলআইসি আজকের দিনে ভারতের সবথেকে বড় বীমা কোম্পানি হয়ে উঠেছে। কেউ যদি এলআইসিতে বিনিয়োগ করার বদলে এলআইসি থেকে প্রতি মাসে প্রচুর টাকা আয় করতে চান তাহলে তার জন্য এলআইসি নিয়ে…

Avatar

এলআইসি আজকের দিনে ভারতের সবথেকে বড় বীমা কোম্পানি হয়ে উঠেছে। কেউ যদি এলআইসিতে বিনিয়োগ করার বদলে এলআইসি থেকে প্রতি মাসে প্রচুর টাকা আয় করতে চান তাহলে তার জন্য এলআইসি নিয়ে এসেছে একটা দারুণ প্রকল্প। মাত্র ৩০ ঘন্টা কাজ করে আপনি মাসে ৮৪ হাজার টাকা রোজগার করতে পারবেন শুধুমাত্র এলআইসির মাধ্যমে। এলআইসি এজেন্ট হয়ে আপনি দেশের সবথেকে বড় বীমা কোম্পানির হয়ে কাজ করতে পারেন। এলআইসিতে বীমা এজেন্ট হয়ে পার্ট টাইম কাজ শুরু করলে, আপনি কিন্তু খুব সহজে প্রচুর টাকার মালিক হয়ে করতে পারেন। প্রতিমাসে ৮৪ হাজার টাকা রোজগার করা একজন এলআইসি এজেন্ট এর পক্ষে তেমন কিছুই নয়।

এলআইসি বীমা এজেন্ট হবার জন্য উইকন্ডে শুধুমাত্র আপনাকে পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত সময় দিতে হবে। এইভাবে যে কেউ প্রতি মাসে মাত্র ৩০ ঘন্টা কাজ করে মোটা টাকা রোজগার করতে পারেন। তবে এলআইসি এজেন্ট হতে হলে আপনাকে নূন্যতম দ্বাদশ শ্রেণী পাস করতে হবে। বিশেষ কোনো ডিগ্রীর দরকার আপনার নেই। অর্থাৎ এলআইসি এজেন্ট হবার জন্য খুব বেশি শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই। আপনি ন্যূনতম শিক্ষায় এলআইসি বীমা এজেন্ট হতে পারেন। এলআইসি এজেন্ট হবার জন্য ডকুমেন্ট হিসেবে আপনার চারটি প্রমাণপত্র প্রয়োজন হবে। প্রথমত আপনার লাগবে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ চার কপি। এছাড়াও আপনার লাগবে বয়সের প্রমাণপত্র, শিক্ষার প্রমাণপত্র, প্যান কার্ড এবং আধার কার্ড ডিটেইল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এলআইসি তাদের এজেন্টের ৩৫% পর্যন্ত কমিশন দিয়ে থাকে। অর্থাৎ কোন এলআইসি এজেন্ট যদি প্রতি মাসে এলআইসিকে ২.৪ লাখ টাকা পর্যন্ত নতুন প্রিমিয়াম এর ব্যবসা করতে পারেন, তাহলে আপনি প্রতি মাসে ৮৪ হাজার টাকা আয় করতে পারবেন। এলআইসি এজেন্টের কাজ পার্ট টাইম এবং ফুলটাইম দু’রকম হতে পারে। এলআইসি এজেন্ট হিসেবে কাজ করার জন্য সময়ের কোন লিমিট নেই। একই সঙ্গে আয়ের ক্ষেত্রেও কিন্তু কোন লিমিট নেই। অর্থাৎ যিনি যত ব্যবসা বেশি করতে পারবেন, তিনি তত বেশি আয় করতে পারবেন।

About Author