সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে লড়াই শুরু প্রশাসনিক প্রধানের। পশ্চিমবঙ্গের বিধানসভা এমনই এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল আজ। বিধানসভা চত্বরে প্ল্যাকার্ড হাতে রাজ্যপালের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে শাসকদলের বিধায়করা। এমন ঘটনা এর আগে দেখা যায়নি। এবার সেই ছবিই দেখা গেল শাসকদলের বিধায়কদের সৌজন্যে।
মঙ্গলবার রাজ্যপাল জগদীপ ধঙ্কড়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে দেখা যায় শাসকদল তৃণমূল কংগ্রেসের বিধায়কদের। বিধানসভা ভবনের আম্বেদকর মূর্তির সামনে বিক্ষোভরত অবস্থায় দেখা যায় তাদের। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ‘উদ্দেশ্য প্রণোদিত ভাবে এসসি এসটি বিলে সই করেননি রাজ্যপাল।’
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতাদের দাবি রাজ্যপাল কার্যত বিজেপি ক্যাডারের ভূমিকা পালন করছেন। বিজেপির নির্দেশেই সরকারের সঙ্গে অসহযোগিতা করে চলেছেন তিনি এমনই অভিযোগ শাসক শিবিরের। এসসি এসটি বিল নিয়ে রাজ্যপাল আসলে বিজেপির নির্দেশ পালন করছেন বলে অভিযোগ করে তৃণমূলের দাবি, ‘বিজেপির নির্দেশেই এসসি এসটি বিলে সই করেননি রাজ্যপাল।’
যাতে বিধানসভার শীতকালীন অধিবেশনে বিষয়টি উত্থাপন করা না যায় সেই কারনেই রাজ্যপাল বিলে সই করেননি অভিযোগ তৃণমূলের।