Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিহারে ট্রেন অবরোধ বাম দলগুলির

বিহার : সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশজুড়ে চলছে আন্দোলন, প্রতিরোধ, বিক্ষোভ প্রদর্শন। উত্তরপূর্ব ভারতে শুরু হওয়া বিক্ষোভের আঁচ সারা দেশে ছড়াতে সময় লাগেনি। আজ এই আইনের প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচির…

Avatar

বিহার : সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশজুড়ে চলছে আন্দোলন, প্রতিরোধ, বিক্ষোভ প্রদর্শন। উত্তরপূর্ব ভারতে শুরু হওয়া বিক্ষোভের আঁচ সারা দেশে ছড়াতে সময় লাগেনি। আজ এই আইনের প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে বিভিন্ন বাম সংগঠন গুলি।

আর এই প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে প্রতিবাদ। বামদলগুলির পক্ষে বিবৃতি দিয়ে বলা হয়েছে, নাগরিকত্বের সঙ্গে ধর্মকে যুক্ত করা বিলের বিপক্ষে তারা। তাই এই বিলটি প্রত্যাহারের জন্যই পথে নেমেছেন তারা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বামেদের বিভিন্ন সংগঠন সিপিআই, সিপিএম, সিপিআইএমএল, ফরওয়ার্ড ব্লক, আরএসপি সহ বামেদের ছাত্র সংগঠন গুলি একযোগে আজ এই প্রতিবাদের ডাক দিয়েছে। তাঁদের দাবি এই বিলের মাধ্যমে সংবিধান লঙ্ঘিত হয়েছে, এবং গণতান্ত্রিক ভিত্তিকে ধ্বংস করাই এই বিলের মূল লক্ষ্য।

আরও পড়ুন : নাগরিকত্ব আইনের প্রতিবাদ, দিল্লিতে জারি হলো ১৪৪ ধারা, বন্ধ ১৬ টি মেট্রো স্টেশন ও মোবাইল পরিষেবা

তাই সংবিধান বিরোধী এই বিলের বিপক্ষে তারা দেশ জুড়ে আন্দোলনের ডাক দিয়েছে। নাগরিকত্ব বিল ছাড়া এনআরসির বিরুদ্ধেও তারা প্রতিবাদ করছে বলে জানানো হয়েছে। এদিন সকাল থেকেই বামকর্মীরা বিহারে বিভিন্ন রাস্তা ও ট্রেন অবরোধ করেন। বিহারের দ্বারভাঙ্গায় রেললাইন অবরোধ করেন বামকর্মীরা।

এদিকে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যাতে আর কোথাও বিক্ষোভ প্রদর্শন না হয়, তার জন্য উত্তরপ্রদেশ সরকার আজ সকাল থেকেই রাজ্যজুড়ে ১৪৪ ধারা জারি করেছে। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতেও গতকাল মধ্যরাত থেকেই ১৪৪ ধারা জারি করেছে কর্ণাটক সরকার।

About Author