Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে বিক্ষোভ বামেদের, আটক বহু নেতাকর্মী

কলকাতা পুরসভা এবং স্বাস্থ্য ভবনের সামনে জোড়া বিক্ষোভ করে বামফ্রন্ট দলগুলি

Advertisement
Advertisement

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে এবারে পথে নামল বামফ্রন্ট। বামফ্রন্টের তরফ থেকে এদিন স্বাস্থ্য ভবন এবং কলকাতা কর্পোরেশনের কাছে ধরনা দেওয়া হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং বিক্ষোভ প্রদর্শন চলে। সেই বিক্ষোভ থেকে বহু বাম নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। প্রথমে তারা স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ করেন। স্বাস্থ্য ভবনের আধিকারিকদের সঠিক তদন্তের দাবি জানিয়ে ডেপুটেশন জমা দিতে গিয়েছিলেন তারা।

Advertisement
Advertisement

তবে এই বিক্ষোভকারীদের বিরোধিতা করে পুলিশ। গেটের বাইরে তাদেরকে আটকে দেওয়া হয়। এই করোনা পরিস্থিতিতে কোনো জমায়েতের অনুমতি নেই। এরকম অবস্থা কেন তারা জমায়েত করেছে সেই নিয়ে জানতে চায় পুলিশ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়। অবশেষে রমলা চক্রবর্তী, পলাশ দাস এবং সপ্তর্ষি দেব সহ আরো ১৫০ জন বামফ্রন্টের নেতা কর্মীকে আটক করে পুলিশ।

Advertisement

এই ঘটনার কিছুক্ষণ পরে আবার বামেদের আরো একটি দল সরাসরি কলকাতা পুরসভায় গিয়ে বিক্ষোভ দেখানো শুরু করে। সেখানে, করপোরেশনের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম কে ডেপুটেশন জমা দিতে চায় তারা। কিন্তু জমায়াতের অনুমতি না থাকায় পুলিশ তাদেরকে আটকে দেয়। পরে তারা গার্ড রেল ভেঙে দিয়ে কলকাতা পুরসভার গেট পর্যন্ত পৌঁছে যান।

Advertisement
Advertisement

এই বিক্ষোভের কর্মসূচীতে অন্তর্ভুক্ত ছিল ডিওয়াইএফআই, এসএফআই এবং বাম মহিলা মোর্চা। পুরসভার গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং সেখান থেকেও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে।

Advertisement

Related Articles

Back to top button