জীবনযাপন

বর্ষাকালে চট করে জামা কাপড় শুকানোর উপায় জেনে নিন

Advertisement
Advertisement

শ্রেয়া চ্যাটার্জি – শুরু হয়ে গেছে বর্ষাকাল। তার মানেই শুরু হলো ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে ভিজে স্যাঁতস্যাঁতে জামা কাপড় শুকাতে দেওয়ার পালা। কিন্তু বর্ষাকালেও খুব সহজে জামা কাপড় শুকানো যায়। তার জন্য মেনে চলতে হবে কতগুলি টিপস।

Advertisement
Advertisement

১) ওয়াশিং মেশিন বা হাতে জামা কাপড় ধোয়ার পরে ভালো করে নিংড়ে শুকোতে দিন। অনেকেই শুকোতে দেওয়ার আগে জামাকাপড় ভালো নিংড়ে শুকোতে দেন না। যার ফলে শুকোতে সময় অনেক বেশি লাগে।

Advertisement

২) অতিরিক্ত বৃষ্টিতে যদি জামাকাপড় একান্তই বাইরে থেকে তুলে আনতে হয় তাহলে যে ঘরে জামা কাপড় শুকাতে দেবেন সেই ঘরের জানলা, দরজা খুলে রাখুন। হাওয়া, বাতাস চলাচল করলে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়।

Advertisement
Advertisement

৩) জামা কাপড় নিংড়ে শুকোতে দেওয়ার আগে ভালো করে ঝেড়ে নিন।

৪) জামা কাপড় শুকাতে দেওয়ার আগে হ্যাঙ্গারে ভালো করে ঝুলিয়ে শুকোতে দিন। এতে দু পিঠই ভালো করে রোদ পাবে।

৫) ঘরের মধ্যে যেখানে জামা কাপড় শুকাতে দেবেন সেখানে খুব কম সময়ের জন্য হলেও একটি স্ট্যান্ড ফ্যান চালিয়ে রাখুন। বেশি হাওয়াতে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যাবে।

৬) ঘরের মধ্যে জামাকাপড় সকলে একটা স্যাঁতস্যাঁতে ভাব থেকেই যায়। তাই সেই জামা কাপড় পরার আগে একটুখানি ইস্ত্রি করে নিন।

৭) বর্ষাকালে মাঝেমাঝেই চড়া রোদ ওঠে, তখন সেই সুযোগকে কাজে লাগিয়ে জামা-কাপড় গুলি রোদে দিয়ে দিন। আবার বৃষ্টি পড়লে তুলে আনুন।

৮) বাড়িতে ওয়াশিং মেশিন থাকলে জামাকাপড় কেচে আগে ড্রায়ারে ভালো করে শুকিয়ে তারপরে বাইরের রোদে মেলে দিন।

Advertisement

Related Articles

Back to top button