প্রযুক্তির উন্নতির সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে গোটা মানবজাতি এখন ডিজিটালাইজেশনে মেতে উঠতে চাইছে। আট থেকে আশি সবাই কমবেশি স্মার্টফোন ব্যবহার করে থাকেন। আর স্মার্টফোন ব্যবহার করলে এটা স্বাভাবিক যে সে কোনো না কোনো সোশ্যাল মিডিয়া সাইট যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি ব্যবহার করে থাকেন। সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ট্রেন্ড হয়েছে শর্ট ভিডিওর। ১৫ বা ৩০ সেকেন্ডের ভিডিও বানিয়ে পোস্ট করলে তা অপেক্ষাকৃত বেশি ভাইরাল হয়। তাই প্রায় সকল বয়সের মানুষই আজকাল এই শর্ট ভিডিও বানানোর নেশায় মত্ত হয়েছেন।
তবে জনপ্রিয়তার খিদে মেটাতে অনেকেই রিল বানানোর জন্য নিজের জীবনের বাজি রাখেন। কেউ অবাক করা কিছু স্টান্ট করে বা কেউ প্রাণের বাজি রেখে দুঃসাহসিক কিছু কাজ করে নিজেকে কুল প্রমাণ করার চেষ্টা করেন। সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে এমন একটি দুঃসাহসিক ভিডিও দেখা যাচ্ছে, যা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যেতে পারে আপনার। আজকাল চলন্ত বাইকে স্টান্টের ভিডিও দেখা সোশ্যাল মিডিয়ায় সাধারণ হয়ে উঠেছে। কখনো মেয়েরা এসব বিপজ্জনক স্টান্ট করে, আবার কখনো ছেলেরা। এমনকি আজকাল, ছোট বাচ্চারাও ভাইরাল হওয়ার জন্য বিপজ্জনক এবং মারাত্মক স্টান্ট করতে শুরু করেছে। তবে এবারের ভাইরাল ভিডিওতে দুঃসাহসিক স্টান্ট করেছেন এক বৃদ্ধ। কি করেছেন তিনি? জানতে প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে যে, হ্যান্ডেল ছেড়ে চলন্ত বাইকে বসে আছেন বৃদ্ধ। এরপর তাকে বেশ মজা করতে দেখা যায়। প্রবীণ ব্যক্তিটি চলন্ত বাইকে একাধিক কীর্তি করেছেন। কখনও তিনি উভয় হাতল ছেড়ে সিটে শুয়ে পড়েছেন এবং কখনও কখনও উঠে দাঁড়িয়েছেন। মাঝখানে হাত গুটিয়ে বাইকে বসেও পড়েন তিনি। চলন্ত বাইকে ওই প্রবীণ ব্যক্তির এমন দুঃসাহসিক কার্যকলাপ দেখে হুঁশ উড়েছে আপামর নেটবাসীর। স্বাভাবিকভাবে ভিডিওটি ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে গেছে। বৃদ্ধের স্টান্টের মজার ভিডিওটি দেড় লাখেরও বেশি লাইক পেয়েছে। কিছু মানুষ তার এনার্জি লেভেলের অনেক প্রশংসা করেছেন।