Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Ranu Mandal: সুরেলা কন্ঠে ‘আকেলে হে হাম চালে আও’ গান গেয়ে দর্শকদের মন জিতে নিলেন রানাঘাটের রানু! ভাইরাল ভিডিও

নদীয়ার রানাঘাটের লতাকন্ঠের তকমা পাওয়া রানু মন্ডলের কথা মনে পড়ে? যার একটি গাওয়া গান স্টেশন প্ল্যাটফর্মে ভিক্ষাবৃত্তি ছেড়ে মুম্বাইতে রুপোলী নগরে পৌছে যাওয়া। এক গান এই রানুকে রাতারাতি স্টার করে…

Avatar

By

নদীয়ার রানাঘাটের লতাকন্ঠের তকমা পাওয়া রানু মন্ডলের কথা মনে পড়ে? যার একটি গাওয়া গান স্টেশন প্ল্যাটফর্মে ভিক্ষাবৃত্তি ছেড়ে মুম্বাইতে রুপোলী নগরে পৌছে যাওয়া। এক গান এই রানুকে রাতারাতি স্টার করে দিয়েছিল। হিমেশ রেশমিয়ার সঙ্গে জুটি বেঁধে গান গেয়ে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে গিয়েছিলেন রানু। রীতিমতো তারকার সম্মান পেয়েছিলেন এই রানু মন্ডল। অবশ্য এই ট্যালেন্ট অতীন্দ্রর হাত ধরে গোটা ভারতবর্ষে ছড়ায়। যে ছেলে নিজের ফোনে ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ গানের একটি ছোট ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল করলেন।একদিকে যেমন নিজের কন্ঠের জন্য একদিন সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা পেয়েছিলেন আজ তেমনি নিজের দুব্যবহারের জন্য আকাশ থেকে মাটিতে এসে পড়েছিলেন রানু মন্ডল। রানাঘাট স্টেশন থেকে পাড়ি দেন বলিউডে। কিন্তু যার হাত ধরে এত সম্মান তাকেই ভুলে গিয়েছিলেন গায়িকা নিজেই। একটি সাক্ষাৎকারে এই অতীন্দ্রকে ভগবানের চাকর বলে তকমা দিয়েছিলেন। ব্যাস! এরপরই মানুষ আর রানুকে পছন্দ করছিলেননা।Ranu Mandal: সুরেলা কন্ঠে 'আকেলে হে হাম চালে আও' গান গেয়ে দর্শকদের মন জিতে নিলেন রানাঘাটের রানু! ভাইরাল ভিডিওগত বছর লকডাউন থেকেই রানুর বাস রানাঘাটের এক ভাড়া বাড়িতে। এবছর করোনার দ্বিতীয় ওয়েভে লকডাউন শুরু হয় রাজ্যে। এখন কেমন আছেন এই গায়িকা? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছ। যেখানে আরো একবার দেখা গিয়েছে রানুকে। তবে এখন তিনি আর কোনো বড় সেলিব্রেটি নয়। দিন আনি দিন খাওয়া অবস্থা গায়িকার। রানাঘাটের এক চার্চের পাশে একটি বাড়িতে এখন থাকেন রানু। আগের দিনের ভাত বেচে থাকলে ফের ফুটিয়ে খান পরের দিন।Ranu Mandal: সুরেলা কন্ঠে 'আকেলে হে হাম চালে আও' গান গেয়ে দর্শকদের মন জিতে নিলেন রানাঘাটের রানু! ভাইরাল ভিডিওতবে রানু মন্ডল সকলের মতো রেখেঢেকে কথা বলতে পারেননা, যখন যা মনে আসে বলে দেয়। কিছুটা মানসিক ভারসাম্যহীন তাই বেফাঁস মন্তব্য করে বসে। এর জন্য ট্রোলড ও কম হননা। তবে ফের ভাইরাল রানু মন্ডল। না বেফাঁস মন্তব্যের জন্য নয় বরং সুন্দর গানের জন্য। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, নিজের বাড়ির গেটের বাইরে খালি গলায় গাইছে ‘আকেলে হে হাম চালে আও’। গানটি কেউ কেউ গিয়ে শুনে প্রশংসা করেছেন, কেউ কেউ আবার চরম মজা করেছেন। ’বং অফিশিয়াল’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে রানু মন্ডল এর এই গানটি সোশ্যাল মিডিয়ার মধ্যমে হাজার হাজার মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে।
About Author