Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সারা আলি খানের সাথে জীবনের শেষ নাচ নেচেছিলেন সুশান্ত সিং রাজপুত, দেখুন সেই নাচের ভিডিও

কৌশিক পোল্ল্যে: প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের স্মৃতিতে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে অভিনেতা সম্পর্কিত বিভিন্ন ছবি, পুরোনো ভিডিও কিংবা অন্য কোনো ইন্টারভিউয়ের ক্লিপ।‌ সর্বদা হাসিখুশি ও জনপ্রিয় এই অভিনেতাকে ভুলতে…

Avatar

কৌশিক পোল্ল্যে: প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের স্মৃতিতে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে অভিনেতা সম্পর্কিত বিভিন্ন ছবি, পুরোনো ভিডিও কিংবা অন্য কোনো ইন্টারভিউয়ের ক্লিপ।‌ সর্বদা হাসিখুশি ও জনপ্রিয় এই অভিনেতাকে ভুলতে পারছেন না কেউই। তাইতো তারই কথা বারবার উঠে আসছে সোশ্যালের পাতায়। বলিউডে সুপারহিট সিনেমার সাক্ষী থাকলেও সুশান্ত ছিলেন একেবারে মাটির মানুষ। পাটনায় গ্রামের মানুষের সঙ্গে হেসে খেলে বড় হয়ে ওঠা একটি সাধারণ ঘরের ছেলে।

স্বপ্নের শহর মুম্বাইতে এসে বদলে যায় অভিনেতার জীবন। ‘পবিত্র রিস্তা’র মতো ধারাবাহিকে অভিনয় করার পর গড়গড়িয়ে এগিয়ে চলছিল তার ক্যারিয়ার। এরই মাঝে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ধীরে ধীরে ভীত শক্ত করতে শুরু করেন অভিনেতা এবং সফলও হন। তার নাচের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আবারো হল ভাইরাল। অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে দুর্দান্ত নাচে মজেছেন সুশান্ত। ভিডিও ক্লিপটি ‘কেদারনাথ’ ছবির গানের রিহার্সালের সময় শ্যুট করা হয়েছিল। এটি অভিনেত্রী সারা আলি খানের প্রথম সিনেমা, কিন্তু ভিডিও দেখে তা বোঝার উপায় নেই, এতটাই নিজের সহ অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে মানিয়ে নিয়ে চলতে পারতেন সুশান্ত।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবু ভাগ্যের পরিহাসে আজ আত্মঘাতী অভিনেতা। বলিউডের অন্দরমহলের কূটনীতি এবং স্বজনপোষণের মাত্রাতিরিক্ত রাজত্ব মানসিক অবসাদে ফেলে দিয়েছিল অভিনেতাকে। দক্ষ অভিনেতা হওয়া এবং সিনেমা বক্সঅফিসে ভালো কালেকশন করা সত্বেও বিগত ছয় মাসে সাতটি বড় ছবির প্রজেক্ট থেকে সরিয়ে নেওয়া হয় সুশান্তকে। একের পর এক ছবি হাতছাড়া হতে শুরু হওয়ায় নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখতে পারছিলেন না অভিনেতা। আউটসাইডার হয়েও নেপোটিজমের রাজত্বে সংঘর্ষ করেছিলেন তিনি ঠিকই কিন্তু শেষরক্ষা বোধহয় হলো না। তাইতো তার মৃত্যুতে শোকপালন করছে গোটা দেশ। সাধারণ মানুষ গর্জে উঠছে অভিনেতার ক্যারিয়ার নষ্ট করে দেওয়া নামী প্রযোজক-অভিনেতা ও পরিচালকদের বিরুদ্ধে।

অভিনেতার অনুরাগীরা অবশ্য দাবি করেছেন সুশান্ত ইহলোক ছেড়ে চলে গেলেও তিনি সর্বদা অমর হয়ে থাকবেন তার অগণিত দর্শকদের মনে যারা তাকে আজীবন শ্রদ্ধা করবেন। অভিনেতার সেই অসাধারণ নাচের ভিডিও নীচে সাজানো রইল শুধুমাত্র আপনার জন্য।

 

View this post on Instagram

 

Sushant and Sara’s Dance rehearsal on Sweetheart song♥️ Sweet memories of Sush?

A post shared by Filmygyan Videos (@filmygyanvideos) on

About Author