Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

খোঁজ মিললো ল্যান্ডার বিক্রমের, কিভাবে যোগাযোগ স্থাপনের চেষ্টা ইসরো, দেখুন

অরূপ মাহাত: ১৩০ কোটি ভারতবাসীর স্বপ্নভঙ্গ হয়েছিল সেই মুহূর্তে। চাঁদের মাটি ছোঁয়ার মাত্র ২.১ কিমি আগে ইসরোর সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ল্যান্ডার বিক্রমের। সারা ভারতবর্ষের হৃদস্পন্দন থামিয়ে দিয়ে…

Avatar

অরূপ মাহাত: ১৩০ কোটি ভারতবাসীর স্বপ্নভঙ্গ হয়েছিল সেই মুহূর্তে। চাঁদের মাটি ছোঁয়ার মাত্র ২.১ কিমি আগে ইসরোর সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ল্যান্ডার বিক্রমের। সারা ভারতবর্ষের হৃদস্পন্দন থামিয়ে দিয়ে মাত্র ১৫ মিনিট আগে হারিয়ে যায় চাঁদ থেকে খবর সংগ্রহের বাসনা। এরপরই ক্রন্দনরত ইসরো প্রধানের কাঁধে হাত রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান গোটা ভারতবর্ষ তাদের পাশে রয়েছে। বিজ্ঞানীদের সাফল্যে সারা দেশ আজ গর্বিত। ব্যর্থতা ভুলে চেষ্টার প্রশংসা করেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা সত্যি প্রমাণ হলো। ব্যর্থতা বলে কিছু নেই। ইসরোর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হলেও চাঁদের মাটিতেই রয়েছে ল্যান্ডার বিক্রম। সেই ছবি ধরা পড়েছে ইসরোর অরবিটারে। ইসরোর প্রধান কে সিভান এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমরা চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের খোঁজ পেয়েছি। আমাদের অরবিটার ল্যান্ডারের থার্মাল ছবি তুলে পাঠিয়েছে। তবে এখনও যোগাযোগ করা যায়নি। খুব তাড়াতাড়ি যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।’ জানা যাচ্ছে যে, ল্যান্ডারটি এখনও অক্ষত অবস্থায় রয়েছে। ল্যান্ডার বিক্রমের সাথে যোগাযোগ করা সম্ভব হলে ইসরোর সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author