Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গুরুতর অসুস্থ লালু প্রসাদ যাদব, রাঁচি থেকে নিয়ে আসা হয়েছে দিল্লির এইমস হাসপাতালে

নয়াদিল্লি: গুরুতর অসুস্থ হয়ে দিল্লির (Delho) এইমসে (AIMS) ভর্তি বিহারের (Bihar) প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। গতকাল, শনিবার (Saturday) রাঁচির (Ranchi) রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স থেকে…

Avatar

নয়াদিল্লি: গুরুতর অসুস্থ হয়ে দিল্লির (Delho) এইমসে (AIMS) ভর্তি বিহারের (Bihar) প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। গতকাল, শনিবার (Saturday) রাঁচির (Ranchi) রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স থেকে বিকেল সাড়ে ৫টা নাগাদ কার্ডিয়াক অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরে। এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয় দিল্লিতে। পরবর্তীতে এইমসের কার্ডিয়ো নিউরো সেন্টারে ভর্তি করা হয় তাঁকে। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন।

ঝাড়খণ্ডের আইজি (কারাগার) বীরেন্দ্র ভূষণ জানিয়েছেন, মেডিক্যাল বোর্ডের পরামর্শে প্রাথমিকভাবে এইমসে একমাসের মতো চিকিৎসার অনুমতি দেওয়া হয়েছে। তবে শারীরিক অবস্থার উপর নির্ভর করে সেই মেয়াদ বাড়ানো হতে পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ঝাড়খণ্ডে আরজেডির প্রধান অভয় কুমার জানিয়েছেন, “শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় রাঁচি বিমানবন্দর থেকে লালুকে নিয়ে ওড়ে এয়ার অ্যাম্বুলেন্স। রাত সাড়ে ন’টা নাগাদ সেটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে এইমসে নিয়ে যাওয়া হয়। সঙ্গে ছিলেন লালুর স্ত্রী রাবড়ি দেবী, ছেলে তেজস্বী যাদব এবং মেয়ে মিসা যাদব।”

পরিবারের সদস্যরা জানিয়েছেন, ক্রিয়েটিনিনের মাত্রা স্থিতিশীল নয়। বেড়েছে কিডনির সমস্যাও। ২৫ শতাংশ কাজ করছে কিডনি।  এছাড়া ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের সমস্যাও রয়েছে। রাঁচির হাসপাতালে চিকিৎসা হলেও দ্রুত অবস্থার অবনতি হচ্ছিল আরজেডি সুপ্রিমোর।

রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স ডিরেক্টর ডা. কামেশ্বর প্রসাদ বলেন, “গত দুদিন ধরে তাঁর শ্বাসকষ্টের সমস্যা হয়। নিউমোনিয়ার আশঙ্কাও করা হচ্ছে। তাই তাঁকে দিল্লির এইমসে স্থানান্তরিত করা হয়।”

About Author