রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার আবারও আলোচনায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের ঘোষণা করেছিলেন। নির্বাচনে জয়ের পর সরকার গঠনের সঙ্গেই কার্যকর করা হয় প্রকল্পটি। বর্তমানে প্রায় দুই কোটি মহিলা সরাসরি এই প্রকল্প থেকে উপকৃত হচ্ছেন।লক্ষ্মীর ভাণ্ডারের মূল লক্ষ্য হল, গৃহিণী ও সাধারণ মহিলাদের আর্থিক সহায়তা দেওয়া। প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায় সরকারি সাহায্যের টাকা। সাধারণ পরিবারে মহিলারা পান মাসে ১২০০ টাকা, আর তফশিলি জাতি ও উপজাতির মহিলারা পান ১৫০০ টাকা। সরকারি মহলে শোনা যাচ্ছে, আসন্ন পুজোর আগে বা আগামী বিধানসভা নির্বাচনের আগে আবারও এই টাকার অঙ্ক বৃদ্ধি পেতে পারে।
শর্তাবলি কী?
- সব মহিলাই এই প্রকল্পের সুবিধা পান না। কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করা আবশ্যক
- মহিলার বয়স হতে হবে ১৮ থেকে ৬০ বছরের মধ্যে।
- নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেটি আধার লিঙ্কড হতে হবে।
- KYC সম্পূর্ণ করতে হবে।
- অন্য সরকারি প্রকল্প থেকে সুবিধা পাওয়া যাবে না।
- আবশ্যিকভাবে থাকতে হবে স্বাস্থ্যসাথী কার্ড।
টাকা কবে আসে?
সাধারণত মাসের ১ থেকে ৭ তারিখের মধ্যে টাকা পাঠানো হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে। অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই মহিলাদের ব্যাঙ্কে পৌঁছে যাবে নির্দিষ্ট টাকা। পুজোর মাসে যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, তাই আগেভাগেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করার পরামর্শ দেওয়া হচ্ছে।
সমস্যা হলে কী করবেন?
বর্তমানে বিভিন্ন এলাকায় চলছে দুয়ারে সরকার ক্যাম্প। লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত কোনও সমস্যা থাকলে সেখানে যোগাযোগ করা যায়। পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত অফিস বা সংশ্লিষ্ট ব্যাঙ্ক শাখাতেও জানানো যেতে পারে।