রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে এবারে জোর কদমে প্রচারে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গে গিয়েছেন। আজ কোচবিহারের প্রচার সভা থেকে বিজেপিকে তুলোধনা করেছেন তৃণমূল সুপ্রিমো। এমনকি রাজ্য সরকারের প্রকল্প লক্ষীর ভান্ডার নিয়ে বিজেপির আরো এক ধাপ এগিয়ে বড় ঘোষনা নিয়ে এদিন তুমুল আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, “বিজেপি বলে বেড়াচ্ছে লক্ষীর ভান্ডার তিন হাজার টাকা করে দেব। তোমরা তো বলেছিলে উজ্জ্বলা দেবে? আগে উজ্জ্বলা যোজনা ফিরিয়ে দাও। শুধু মিথ্যে কথা বলা তোমাদের কাজ।” বকেয়া টাকা নিয়ে কেন্দ্রের বঞ্চনা নিয়ে আবারো সুর চড়িয়েছেন মমতা। তিনি বলেছেন, ‘আমরা পুরো টাকা আদায় করেই ছাড়বো। বাংলার বাড়ির টাকা ওরা বন্ধ করে রেখেছে আর আমরা আগামী দিনে বাংলার বাড়ির টাকা আদায় করব। দু’বছর সময় দিন বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে। এর আগে কোনদিনও এরকম হয়নি।”
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowঅভিষেক বলছেন, আসলে ওরা আমেরিকা কে সন্তুষ্ট করছে। উনি আসলে দেশের নেতা হতে চাইছেন। কখনো উনি আমেরিকা যাচ্ছেন আবার কখনো যাচ্ছেন রাশিয়া। বারবার কিনছেন প্লেন। কিন্তু আমাদের ১০০ দিনের কাজের টাকা দিতে চাইছেন না উনি। মুখ্যমন্ত্রী এতদিন পঞ্চায়েত নিয়ে গুরুত্ব দেননি। এবার আমাদের যুবরা মতামত নিয়েছে। ৯৯% প্রার্থী ঠিক হয়েছে। আমরা পুরো পঞ্চায়েত নিয়ন্ত্রণ করবো। কেউ যদি চুরি করতে চায়, তাহলে তার ছবিটা আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আমরা ব্যবস্থা নিয়ে নেব।”