Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পিঠ দেখিয়েই নাচে সকলকে মুগ্ধ করলেন এই তরুনী, দেখুন ভাইরাল ভিডিও

কৌশিক পোল্ল্যে: নাচের ভিডিয়োয় নানারকম কৌশলে তাক লাগান অনেকেই। বর্তমানে নিজের প্রতিভা প্রদর্শনের একটি বড় মাধ্যম হল টিকটক অ্যাপ। বিভিন্ন রকমের ভিডিয়ো এতে আপলোড করেন অগনিত মানুষজন। মানুষের চাহিদা অনুযায়ী…

Avatar

কৌশিক পোল্ল্যে: নাচের ভিডিয়োয় নানারকম কৌশলে তাক লাগান অনেকেই। বর্তমানে নিজের প্রতিভা প্রদর্শনের একটি বড় মাধ্যম হল টিকটক অ্যাপ। বিভিন্ন রকমের ভিডিয়ো এতে আপলোড করেন অগনিত মানুষজন।

মানুষের চাহিদা অনুযায়ী বেশ প্রসংশিতও হয় এই ছোট্ট দশ থেকে পনেরো সেকেন্ডের ভিডিওগুলি। এবার দেখুন এই তরুনীর কীর্তিকলাপ, পিঠ দেখিয়েছি বাজিমাত করলেন তিনি। ভিডিওটি চূড়ান্তভাবে শেয়ার হচ্ছে এই মুহূর্তে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ‘পোশাক ঠিকঠাক করে পরুন’, প্রিয়াঙ্কাকে আক্রমন নেটিজেনদের

ভিডিয়োতে দেখা যাচ্ছে এক তরুনী নেচে চলেছেন তবে তার মুখ রয়েছে ক্যামেরার পিছনে কার্যত দর্শনীয় বিষয় হয়ে উঠছে তার পিঠ। তাতে কী? তিনি নেচে চলেছেন নিজের তালে।

শেষ অবধি তিনি ঘুরে তাকালেন এবং ক্যামেরাবন্দি হল তার মুখশ্রীর সুন্দর হাসিটি। ভিডিয়োটির এই শেষাংশের কারনেই বেশ চর্চিত ও প্রশংসিত হচ্ছে নেটদুনিয়ায়।  ভিডিওটি নীচে রইল আপনার জন্য।

About Author