সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে এক যুবতীকে কালো শাড়িতে ঠুমকা লাগাতে দেখা গিয়েছে। এদিন হিমেশ রেশ্মিয়ার গানেই নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে তাকে। উদিত নারায়ণ ও অলকা ইয়াগ্নিকের কন্ঠেই পর্দায় শোনা গিয়েছিল এই গান। ‘ও সোনিয়া হো’র তালেই কালো মানানসই শিফন শাড়ি ও ব্লাউজেই এই নাচের ভিডিওটি বানিয়েছিলেন তিনি। তিনি যে যথেষ্ট দক্ষ একজন নৃত্যশিল্পী, তা অবশ্য তার নাচের ঝলকেই স্পষ্ট হয়েছে। এই ঝলকে তান্নু বার্মা নামের এক যুবতীরই দেখা মিলেছে। তিনি পেশায় একজন কোরিওগ্রাফার। সে তথ্য তার ইনস্টা অ্যাকাউন্টে চোখ রাখলেই মিলবে। তবে এই ঝলকের সূত্র ধরে নেটজনতার কাছ থেকে তেমন প্রতিক্রিয়া মেলেনি।
কালো শাড়ি মেয়েটি এমন নাচ করেছে, ইন্টারনেটে ভক্তদের পাগল করে তুলেছে – VIRAL VIDEO
বর্তমান সময়ে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া বেশিরভাগের কাছেই বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। কমবেশি ছোট থেকে বড় প্রায় সকলেই নিজেদের অবসরের বেশিরভাগ সময়টাই কাটান সোশ্যাল মিডিয়ার পাতায়। কর্মব্যস্ত জীবনে নেটদুনিয়ায়…

আরও পড়ুন