Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কর্ণের জীবনে এলেন নতুন রাধিকা, প্রেম কাহিনী ভাইরাল হল টেলি টাউনে

অভিনেত্রী অদ্রিজা রায়ের বয়ফ্রেন্ড নিয়ে বহুদিন ধরেই নেটিজেনদের মনের মধ্যে কৌতূহল ছিল। এবার সেই কৌতূহলের নিরসন করে অদ্রিজা তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে পোস্ট করলেন দিওয়ালি পালনের ছবি। নেটিজেনরা অবাক অদ্রিজা বয়ফ্রেন্ডকে…

Avatar

অভিনেত্রী অদ্রিজা রায়ের বয়ফ্রেন্ড নিয়ে বহুদিন ধরেই নেটিজেনদের মনের মধ্যে কৌতূহল ছিল। এবার সেই কৌতূহলের নিরসন করে অদ্রিজা তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে পোস্ট করলেন দিওয়ালি পালনের ছবি। নেটিজেনরা অবাক অদ্রিজা বয়ফ্রেন্ডকে দেখে। তিনি আর কেউ নন, তাঁদের প্রিয় কর্ণ অর্থাৎ ‘কি করে বলবো তোমায়’ সিরিয়ালের নায়ক কর্ণের ভূমিকায় অভিনয় করা ক্রুশল আহুজা। অদ্রিজা ক্রুশল ও তাঁর ছবি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। এই বছর ক্রুশল ও অদ্রিজা একসাথে দিওয়ালি সেলিব্রেশন করলেন। এমনকি দুজনে একে অপরের সাথে মানানসই করে পোশাক পরেছিলেন। ক্রুশল পরেছিলেন কালো-গোল্ডেন পাঞ্জাবি এবং অদ্রিজা পরেছিলেন কালো-গোল্ডেন শাড়ি। তবে প্রকাশ্য প্রেমে এখনও সিলমোহর দেননি ক্রুশল ও অদ্রিজা।

কিছু দিন আগে ওটিটি প্ল‍্যাটফর্ম হইচই-এর ওয়েব সিরিজ ‘বন্য প্রেমের গল্প-2’-তে অভিনয় করেছেন অদ্রিজা। ক্রুশল এই মুহূর্তে অভিনয় করছেন জি বাংলায় সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক ‘কি করে বলবো তোমায়’-এ। এই মুহূর্তে সিরিয়ালে এসেছে এক রোম্যান্টিক মোড়। লক্ষ্মীপুজোর দিনে করণ-এর পোশাক পরিবর্তনের সময় ঘরে ঢুকে পড়ে রাধিকা। করণ তাকে বলে ‘নক’ করে ঘরে ঢুকতে। কিন্তু রাধিকা বলে, সে নিজের ঘরে কেন ‘নক’ করে ঢুকবে। এরপর রাধিকাকে করণ বলে তাকে পাঞ্জাবি পরতে সাহায্য করতে। রাধিকা মজা করে বলেছে, পতির আদেশ পালন পত্নীর ধর্ম।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

একবিংশ শতকেও এই ধরনের চিত্রনাট্যের কারণে নেটিজেনরা রীতিমত কটাক্ষ করা শুরু করেছেন। এই সিরিয়ালে তথাকথিত যে ‘খুনসুটি’র কথা বলা হয়েছে, নেটিজেনদের মতে, তা লেশমাত্র দেখতে পাওয়া যাচ্ছে না। করণ ও রাধিকার বাড়িতে পুজোর জিনিসপত্রের চেহারা নিয়েও ট্রোল করেছেন নেটিজেনরা।

About Author