Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বহু মূল্যবান সোনা, দামি ঘড়ি সমেত মুম্বই বিমানবন্দরে আটক করা হল ক্রুনাল পান্ডিয়াকে

মুম্বই: দুদিন আগে সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে আইপিএল জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএল শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেটারদের এবার ঘরে ফেরার পালা। বেশিরভাগ ক্রিকেটার অবশ্য সিডনির উদ্দেশ্যে দুবাই থেকে রওনা দিয়েছেন।…

Avatar

মুম্বই: দুদিন আগে সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে আইপিএল জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএল শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেটারদের এবার ঘরে ফেরার পালা। বেশিরভাগ ক্রিকেটার অবশ্য সিডনির উদ্দেশ্যে দুবাই থেকে রওনা দিয়েছেন। তবে যারা অস্ট্রেলিয়া সফরে নেই, তারা আস্তে আস্তে একে একে দেশে ফিরে আসছেন। অস্ট্রেলিয়া সফরের না থাকার তালিকায় রয়েছেন এমনই একজন অন্যতম ক্রিকেটার ক্রুনাল পান্ডিয়া। আর তাই আরব আমিরশাহী থেকে চ্যাম্পিয়ন হওয়ার পর দেশে ফিরলেন তিনি। কিন্তু আচমকাই মুম্বই বিমানবন্দরে আটকে দেওয়া হল হার্দিক পান্ডিয়ার দাদাকে।ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স আটক করেছে ক্রুনাল পান্ডিয়াকে। জানা গিয়েছে, ডিআরআই আধিকারিকরা ক্রুনালের ব্যাগে তল্লাশি চালান। তল্লাশি করতে গিয়ে দেখা যায় বহু মূল্যবান সোনার অলংকার, দামি ঘড়ি এবং বেশ কিছু বহু মূল্যবান সামগ্রী পাওয়া গিয়েছে। যেগুলির সঠিক হিসাব দিতে পারেননি ক্রুনাল। যার ফলে তাকে আটক করতে বাধ্য হয়েছে ডিআরই আধিকারিকরা।ইতিমধ্যেই তার ব্যাগ থেকে বাজেয়াপ্ত করা জিনিসের কোনও সরকারি নথি দেখাতে পারেননি ভারতীয় দলের এই ক্রিকেটার। তাই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত ক্রুনালের পক্ষ থেকে সরাসরি কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
About Author