বলিউডবিনোদন

Kriti Sanon Trolled : উরফিকে নকল করলেন কৃতি স্যানন, কটাক্ষের সুর চড়ালেন নেটজনতার একাংশ

×
Advertisement

বলিউডের বর্তমানের বোল্ড অভিনেত্রীদের মধ্যে অন্যতম কৃতি স্যানন। শুরুর সময় থেকেই নিজের অভিনয় দিয়ে সকলের মন কেড়েছেন তিনি। তবে বর্তমানে আগের থেকে অনেক বেশি বোল্ড হয়ে গিয়েছেন তিনি, তা অবশ্যই আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। তাকে দেখলেই সেকথা স্পষ্ট হয়। আপাতত, ফারহাদ সামজির ‘পপ কন’এর প্রিমিয়ারে গিয়েই পোশাকের সূত্র ধরে ট্রোলড কৃতি স্যানন। ঝলক ভাইরাল হতেই চর্চায় অভিনেত্রী।

Advertisements
Advertisement

Advertisements

খুব সম্প্রতি ‘ভাইরাল ভয়ানী’র অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে এই ঝলক শেয়ার করে নেওয়া হয়েছে। আর সেই ঝলকের সূত্র ধরেই একাংশের মাঝে পুনরায় চর্চিত অভিনেত্রী। পোশাক নিয়ে কটাক্ষের শিকারও হতে হয়েছে তাকে। নিজের বোন নুপুর স্যাননের নতুন কাজের প্রিমিয়ারে মুম্বাইয়ের ট্রাফিক এড়াতে বাইকে করে জুহুতে পৌঁছেছিলেন তিনি। আর সেখানেই নিজের আউটফিটের কারণে বেশিরভাগের নজর কেড়েছেন অভিনেত্রী। এদিন হালকা নীল রঙের স্লিভলেস টপে ছিলেন তিনি। সাথে পরেছিলেন কালো গ্লসি প্যান্টও। হালকা মেকাপে চুলে স্টাইল করেছিলেন কৃতি।

Advertisements
Advertisement

আর এদিনে অভিনেত্রীর এই লুককে কেন্দ্র করেই একাংশের মত, তিনি পুরোপুরি উরফি জাভেদকে নকল করেছেন। আবার কেউ বলেছেন, অন্তত কোনো এক অভিনেত্রী সাহস করেই টেক্কা দিলেন উরফিকে। আবার কারোর মতে, উরফির থেকে পোশাক ধার করেই পরেছেন তিনি। পাশাপাশি এদিন বাইকে করে আসার সময় অভিনেত্রীর মাথায় ছিল না হেলমেটও, খুব স্বাভাবিকভাবেই সেটিও নজর এড়ায়নি নেটজনতার। আপাতত, সব মিলিয়ে একাংশের মাঝে কটাক্ষের স্বীকার অভিনেত্রী। তবে এই প্রসঙ্গে কোন প্রতিক্রিয়া মেলেনি অভিনেত্রীর থেকে।

ইতিমধ্যেই ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে কমেডি ওয়েব সিরিজ ‘পপ কন সিজন ১’। এই সিরিজে নুপুর স্যাননের পাশাপাশি দেখা মিলেছে কুনাল খেমু, সৌরভ শুক্লা, জনি লিভার, সতীশ কৌশিক, চ্যাঙ্কি পান্ডের মতো একাধিক জনপ্রিয় ও সু-পরিচিত বলি তারকাদের।

Related Articles

Back to top button