Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সুইমিং পুলে মায়ের সঙ্গে মেয়ে, নেটিজেনদের প্রশংসায় কৃতি স্যানন

মা-মেয়ের সম্পর্ক যে কতটা মধুর হতে পারে তা এই ছবি দেখলে স্পষ্ট। একটি মায়ের কোলে যখন কন্যা সন্তান আসে রখন সে নিজের প্রতিচ্ছবি দেখতে পান সেই মেয়ের মধ্যে দিয়ে। এক…

Avatar

মা-মেয়ের সম্পর্ক যে কতটা মধুর হতে পারে তা এই ছবি দেখলে স্পষ্ট। একটি মায়ের কোলে যখন কন্যা সন্তান আসে রখন সে নিজের প্রতিচ্ছবি দেখতে পান সেই মেয়ের মধ্যে দিয়ে। এক অসমবয়সী বন্ধুত্ব গড়ে ওঠে এঁকে অপরের সঙ্গে। ঠিক তেমনই, বলিউডের অন্যতম নবাগতা অভিনেত্রী কৃতি স্যানন শেয়ার করলেন তাঁর মায়ের ছবি। একটি সুইমিং পুলে মায়ের সঙ্গে জলকেলিতে মত্ত অভিনেত্রী।

সুইমিং পুলে মায়ের সঙ্গে মেয়ে, নেটিজেনদের প্রশংসায় কৃতি স্যানন

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মায়ের জন্মদিন, আর মেয়ে পার্টি না দিয়ে পারে? তাই মায়ের জন্মদিনে মাকে নিয়েই সুইমিংপুলে সুমিং কস্টিউম পড়ে জলে নেমে মাকে ছোট্ট উপহার দেন অভিনেত্রী। মায়ের জন্য এর থেকে সেরা উপহার আর কি হতে পারে? তাইতো মাও হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন।

তেলেগু চলচ্চিত্র ১ নেনোক্কাদিন দিয়ে বলিউডে পা রাখেন কৃতি স্যানন। এরপর কয়েকটি হিন্দি মুভিতে কৃতীকে দেখা যায়। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল কৃতি স্যাননের। ‘হিরোপন্তি’ মুভি করে কৃতি ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রীর মর্যাদা পান। এরপর তাঁকে ‘দিলওয়ালে’, ‘স্ত্রী’, ‘রাবতা’, ‘হাউস ফুল ৪’ এ দেখা যায়।

সুইমিং পুলে মায়ের সঙ্গে মেয়ে, নেটিজেনদের প্রশংসায় কৃতি স্যানন

কৃতির শেষ মুক্তি পাওয়া ছবি ‘পাণিপথ’। যেখানে তিনি একজন সরোগেট মাদারের ভূমিকায় অভিনয় করবেন।

About Author