মাঝে রাসমণি ধারাবাহিক শেষ হয়ে যেতে চলেছে এই গুজব রটলেও সেই জায়গায় ইতি টানছে ‘কৃষ্ণকলি’। সম্প্রতি পর্দার শ্যামা অর্থাৎ তিয়াসা রায়ের শেয়ার করা ইনস্টারিল থেকে তা স্পষ্ট হয়েছে। তিনি তার এই ইনস্টারিলে কৃষ্ণকলি ধারাবাহিকের সেটের সহ অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি সেটের কিছু দৃশ্য শেয়ার করে নিয়েছেন তার অনুরাগীদের সাথে। ক্যাপশনে লিখেছেন, তিনি সকলকে মিস করবেন। অভিনেত্রী এই পোস্ট শেয়ার করার সাথে সাথেই তার অনুরাগীরা ভালোবাসায় ভরিয়েছেন তাকে।কেউ তাকে খুব তাড়াতাড়ি অন্য ধারাবাহিকের হাত ধরে ফিরে আসার কথা লিখেছেন, কেউ আবার তার মতোই এই ধারাবাহিকে মিস করবেন বলেই জানিয়েছেন, আবার কেউ সরাসরি অভিনেত্রীকে জিজ্ঞাসা করেছেন ধারাবাহিকের শেষে তিনি বেঁচে থাকবেন কিনা? আবার অনেকের কৌতুহল রয়েছে ধারাবাহিকের শেষ দিনে নিখিলকে শেষবারের মতো কৃষ্ণকলি ধারাবাহিকের দেখা যাবে কিনা! তবে আপাতত আসন্ন নতুন ধারাবাহিক ‘পিলু’ দেখার অপেক্ষায় রয়েছেন ধারাবাহিক অনুরাগীরা। এই ধারাবাহিকে গৌরব রায় চৌধুরীর বিপরীতে দেখা যাবে মেঘা দাঁকে। প্রতিযোগী হিসেবে মেঘার দেখা মিলেছিল জি বাংলার অন্যতম ডান্স রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’এর মঞ্চে।
Krishnakoli: ধারাবাহিকের পর্দায় ইতি টানছে ‘কৃষ্ণকলি’, সকলকে মিস করার বার্তা দিয়ে পোস্ট শেয়ার পর্দার শ্যামার
দীর্ঘ তিনবছর ধরে জি বাংলার পর্দায় সম্প্রসারিত হচ্ছে 'কৃষ্ণকলি' ধারাবাহিক। একই সেটে অভিনয় করতে করতে অভ্যস্ত হয়ে পড়েছেন অভিনেতারাও। অভ্যস্ত হয়েছেন দর্শকরাও। তবে এবার শেষ হতে চলেছে 'কৃষ্ণকলি'। ধারাবাহিকে ইতি…

By

আরও পড়ুন