এপার বাংলায় কোটির ঘরে ‘নন্দিতা-শিবপ্রসাদ’ জুটির ‘কণ্ঠ’! এবার পথচলা শুরু বাংলাদেশে

Advertisement

Advertisement

কেয়া সেন : ১০ই মে ২০১৯, টলিউডের বক্স অফিসে মুক্তি পেয়েছিলো কণ্ঠ। “ল্যারিঞ্জিয়াল” ক্যান্সারে আক্রান্ত হওয়া এক সাধারণ মানুষের জীবনে ঘুরে দাঁড়ানোর গল্প পর্দায় ফুটিয়ে তুলেছিলেন অভিনেতা-পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। যা মন ছুঁয়েছিল সিনেপ্রেমীদের। ফল স্বরূপ বক্স অফিসে ছবির মোট সাফল্যের অঙ্ক ছিল প্রায় ৬ কোটি টাকা।

Advertisement

এবার ওপার বাংলায় পাড়ি দিয়েছে নন্দিতা রায় – শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত “কণ্ঠ”। ৮ই নভেম্বর বাংলাদেশের মোট ১২টি হলে

Advertisement

স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি, (ঢাকা), ব্লকবাস্টার্স সিনেমা (ঢাকা), শ্যামলী সিনেমা (ঢাকা), বলাকা (ঢাকা), মধুমিতা (ঢাকা), বর্ষা (জয়দেবপুর), মম ইন (বগুড়া), সিলভার স্ক্রীন (চট্টগ্রাম), ছায়াবানী (ময়মনসিংহ), রূপকথা (পাবনা), শংখ (খুলনা), লিবার্টি (খুলনা) )মুক্তি পাচ্ছে এই ছবি।

Advertisement

ইতিমধ্যেই সেখানে হাজির হয়েছেন পরিচালক জুটি। একে ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে জয়া এহসান অন্যদিকে পরিচালক জুটিকে সামনে পেয়ে আপ্লুত সিনেমাপ্রেমীরা। এখন দেখার “কণ্ঠ” বাংলাদেশের মাটিতে কয়েকটা ভালোবাসা পায়।

Recent Posts