Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Weather Update: মার্চেই তাপমাত্রা ৪০ ডিগ্রী? উইকেন্ডে বড়সড় আপডেট দিল হাওয়া অফিস

শীতের কলকাতা এখন অতীত, এবারে ধীরে ধীরে বাড়তে শুরু করে দিয়েছে কলকাতার তাপমাত্রা। এই তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি আবার রয়েছে আরো একটি আপডেট। খুব শীঘ্রই এবারে বৃষ্টির ভ্রুকুটি আসতে পারে বাংলার…

Avatar

শীতের কলকাতা এখন অতীত, এবারে ধীরে ধীরে বাড়তে শুরু করে দিয়েছে কলকাতার তাপমাত্রা। এই তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি আবার রয়েছে আরো একটি আপডেট। খুব শীঘ্রই এবারে বৃষ্টির ভ্রুকুটি আসতে পারে বাংলার আকাশে। আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, মাঝে মধ্যেই মুখ ভার হওয়া শুরু হয়েছে আকাশের। তাহলে কি বসন্ত কালেই বৃষ্টির ভ্রুকুটি বাংলার মানুষের জন্য। তবে, সেরকম সম্ভাবনা এখনই নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, তাপমাত্রা বাড়লেও এখনই বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই। শুধুমাত্র উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে।

কলকাতাতে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রার পারদ। শুক্রবার কলকাতায় তাপমাত্রা ছিল ৩১. ৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে একদিকে বেশি এবং শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৫% এবং সর্বনিম্ন ৫৩ শতাংশ। শনিবার কলকাতা শহরের তাপমাত্রা আরও বৃদ্ধি হতে পারে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক ভাবে মেঘলা থাকলেও উইকেন্ডে বৃষ্টিপাতের তেমন কোন সম্ভাবনা নেই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

উপকূল এবং সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। একই সাথে কুয়াশা দাপট থাকতে পারে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া এবং হুগলিতে। মার্চ মাস থেকে দহন জ্বালা বাড়তে চলেছে। উত্তরবঙ্গের একেবারে উত্তরের পাঁচটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলি হল যথাক্রমে কালিম্পং দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি। একইসঙ্গে দার্জিলিং এবং কালিম্পং জেলায় আরও বেশ কিছুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

About Author