Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কলকাতায় তৈরি হল দেশের মধ্যে সবচেয়ে গভীরতম ভেন্টিলেশন শ্যাফট

এবার কলকাতায় দেশের মধ্যে সবথেকে গভীরতম ভেন্ট শ্যাফট তৈরি হল। গভীরতম এই ভেন্টিলেশন শ্যাফট তৈরি করা হয়েছে ব্রেবোর্ন রোডের পাশে, মল্লিক ঘাট একেবারে হুগলী নদীর তীরে। যে নির্মাণকারী সংস্থা এটি…

Avatar

এবার কলকাতায় দেশের মধ্যে সবথেকে গভীরতম ভেন্ট শ্যাফট তৈরি হল। গভীরতম এই ভেন্টিলেশন শ্যাফট তৈরি করা হয়েছে ব্রেবোর্ন রোডের পাশে, মল্লিক ঘাট একেবারে হুগলী নদীর তীরে। যে নির্মাণকারী সংস্থা এটি তৈরি করছে তার নাম অ্যাফকনস। লক ডাউন পরিস্থিতিতেই কেএমআরসিএল এই কাজকে অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছেন। কী এই ভেন্টিলেশন শ্যাফট? এটি অনেকটার কুয়োর সদৃশ। এর দেওয়াল তৈরি হয় মোটা কংক্রিটের বেড় দিয়ে। ভেন্টিলেশন শ্যাফটটি তৈরির পর এর মধ্যে থেকে সহজেই পাঠানো যাবে অক্সিজেন।

এই শ্যাফটটের গভীরতা ১৫ তলা আবাসনের সমান। এই শ্যাফটের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে যাত্রীদের উদ্ধার করে নিয়ে আসা যাবে। ভেন্টিলেশন শ্যাফটটির একদিকে মহাকরণ মেট্রো স্টেশন ও অপরদিকে, হুগলি নদী পেরিয়েই হাওড়া স্টেশন। আন্তর্জাতিক নিয়ম অনুসারে, দুটি মেট্রো স্টেশনের মধ্যে দূরত্ব হওয়া উচিত ১ থেকে ১০৫ কিমি।হাওড়া ও মহাকরণ স্টেশনের দূরত্ব ২ কিমি। মহারকরণ মেট্রো স্টেশন থেকে ভেন্টিলেশন শ্যাফটির দূরত্ব ১৪০০ কিমি। অপরদিকে, হাওড়া মেট্রো স্টেশনের দূরত্ব ৭৫০ কিমি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তার ফলে মাঝখানে ভেন্টিলেশন শ্যাফট থাকাটা খুবই জরুরি। সুরঙ্গের মাঝে অক্সিজেন পাঠানো খুবই দরকার। জানা গিয়েছে, এই শ্যাফটের মাধ্যমে দুই দিকের লাইন জুড়ে দেওয়া হবে। তার ফলে আপৎকালীন পরিস্থিতিতে যাত্রী উদ্ধার করা সহজ হবে। এই শ্যাফট তৈরি করতে গিয়ে অ্যাকুইফার থাকায় জলস্তর উঠে যাওয়ায় কাজ বন্ধ ছিল। তবে সেই কাজ সম্পন্ন হয়েছে।

About Author