Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অফিস টাইমে মেট্রো চলবে ১০ মিনিট অন্তর, সোমবার থেকে চালু হবে পরিষেবা

কলকাতা: আজ, সোমবার থেকে রাজধানীতে মেট্রো পরিষেবা চালু হলেও কলকাতা মেট্রো পরিষেবা চালু হতে এখনও সাত দিন বাকি। আগামী সোমবার থেকে তিলোত্তমায় মেট্রো পরিষেবা পাবে যাত্রীরা। সেখানে নতুন নিয়ম-কানুন মেনে…

Avatar

কলকাতা: আজ, সোমবার থেকে রাজধানীতে মেট্রো পরিষেবা চালু হলেও কলকাতা মেট্রো পরিষেবা চালু হতে এখনও সাত দিন বাকি। আগামী সোমবার থেকে তিলোত্তমায় মেট্রো পরিষেবা পাবে যাত্রীরা। সেখানে নতুন নিয়ম-কানুন মেনে চলতে হবে। ইতিমধ্যেই সেসব নিয়ম মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে। অফিস টাইমে মেট্রো চলবে ১০ মিনিট অন্তর এবং অন্যান্য সময়ে মেট্রো পরিষেবা মিলবে ১৫ মিনিট অন্তর। সোম থেকে শনি সকাল আটটা থেকে রাত আটটা অবধি মেট্রো চলাচল করবে নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত এবং রবিবার বন্ধ থাকবে মেট্রো পরিষেবা।

প্রথমে অফিস টাইমে ১২ মিনিট অন্তর মেট্রো চলাচল করার কথা বলা হয়েছিল।কিন্তু পরবর্তীকালে সেটি ১০ মিনিটে এনে দাঁড় করিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। জানা গিয়েছে, কলকাতায় মেট্রোর প্রতি কোচে আসন সংখ্যা হল ৪৮। আট’টি করে কোচ থাকায় মোট আসন সংখ্যা হল ৩৮৪ জন। এক তৃতীয়াংশ হওয়ায় সেই আসন সংখ্যা হয়ে দাঁড়াচ্ছে ১২৮ জন। এরপর সামাজিক দুরত্ব বজায় রেখে দাঁড়িয়ে যাওয়া যাবে। সব মিলিয়ে প্রায় ২০০ জন দাঁড়িয়ে যাবে বলে মনে করছে মেট্রো। সব মিলিয়ে একটা রেকে ৩২৮ জন করে একটা রেকে যেতে পারবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রত্যেকটা মেট্রো স্টেশনে একটি করে এন্ট্রি গেট ও একটি করে এক্সিট গেট খোলা থাকবে। ভিড় নিয়ন্ত্রণের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ ও আরপিএফ। মেট্রোর বাইরে সমস্ত দেখাশোনা করবে কলকাতা পুলিশ ও ভেতরের সমস্ত কিছু দেখাশোনা করবে আরপিএফ। মেট্রো স্টেশনে ঢোকার সময় থাকবে থার্মাল স্ক্রিনিং ও স্যানিটাইজেশনের ব্যবস্থা। প্লাটফর্মে যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মার্কিং করা হবে।

জানা গেছে, সোমবার মেট্রো চাকা গড়ানোর আগে প্রত্যেকটি স্টেশন পরিদর্শন করবেন মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ জোশি। সব মিলিয়ে দীর্ঘ লকডাউনের পর সোমবার থেকে নিউ নর্মাল হতে চলেছে মেট্রো পরিষেবা, তা বলাই যায়।

About Author