Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Kolkata Metro: তিনগুণ বেড়ে যাচ্ছে ভাড়া, ১০ই ডিসেম্বর থেকে খরচ করতে হবে অতিরিক্ত টাকা

কলকাতা মেট্রোর যাত্রীদের জন্য রইল জরুরী খবর। ডিসেম্বরের মাস পড়তে না পড়তেই একাধিক জিনিসের দাম বাড়তে শুরু করেছে। গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে পেট্রোল-ডিজেলের দাম আচমকা অনেকটা বেড়ে গিয়েছে। সেই…

Avatar

কলকাতা মেট্রোর যাত্রীদের জন্য রইল জরুরী খবর। ডিসেম্বরের মাস পড়তে না পড়তেই একাধিক জিনিসের দাম বাড়তে শুরু করেছে। গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে পেট্রোল-ডিজেলের দাম আচমকা অনেকটা বেড়ে গিয়েছে। সেই কারণে সংসারের খরচ সামাল দিতে বেশ সমস্যার মধ্যে পড়ছেন মানুষ। তার মধ্যে আবার মেট্রো যাত্রীদের জন্য আসলে একটা খারাপ খবর। এবার থেকে কিন্তু আপনাকে কলকাতা মেট্রোতে যাতায়াত করতে হলে বেশি টাকা খরচ করতে হবে। অর্থাৎ ভাড়া বাড়িয়ে দিয়েছে কলকাতা মেট্রো। চলুন জেনে নেওয়া যাক কোন কোন রুটে সর্বোপরি কত টাকা ভাড়া বেড়েছে।

ভাড়া বাড়লো মেট্রোর

বর্তমান সময়ে কলকাতা মেট্রোর মাধ্যমে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে থাকেন। বাস এবং লোকাল ট্রেনের পাশাপাশি কলকাতা মেট্রো এখন মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। এমন অনেক রুট রয়েছে যেখানে এখনো পর্যন্ত ভাড়া ছিল মাত্র ৫ টাকা। তবে আগামী দিনে এই ভাড়া এক ধাক্কায় বেড়ে যেতে চলেছে। এবার থেকে মেট্রো যাত্রীদের অতিরিক্ত ১০ টাকা করে গুনতে হবে বলে জানা যাচ্ছে। আপনার হাতে আর মাত্র এক সপ্তাহ সময় রয়েছে কারণ আগামী মঙ্গলবার থেকে এই নতুন রেট চার্ট চালু হচ্ছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই নতুন নিয়ম অনুযায়ী, ১০ ডিসেম্বর থেকে রাত ১০ঃ৪০ এর মেট্রোতে গেলে আপনাকে অতিরিক্ত ১০ টাকা দিতে হবে। গত বছরের ২৪শে মে উত্তর দক্ষিণ করিডোরের দমদম থেকে নিউ গড়িয়া অংশে একটি নাইট মেট্রো চালু করা হয়। ২৪ জুন থেকে জাতিসংখ্যা কম হওয়ার অজুহাতে শেষ ট্রেনের সময় কুড়ি মিনিট বাড়িয়ে দেওয়া হয়। এর ছয় মাস পর সোমবার মেট্রোরেল ঘোষণা করেন নিউ গড়িয়া থেকে দমদম পর্যন্ত রাত দশটা চল্লিশ মিনিটে চলা মেট্রোর দখল খুবই খারাপ। সেই কারণে এবার ভ্রমণ করা দূরত্ব নির্বিশেষে প্রতি টিকেটে ১০ টাকা সার চার্জ যুক্ত করা হবে।

কি জানাচ্ছে কলকাতা মেট্রো?

এই বিষয়ে কথা বলতে গিয়ে কলকাতা মেট্রোর একজন মুখপাত্র বলছেন, ১০ ডিসেম্বর থেকে সংশোধিত ভাড়া লাগে হতে চলেছে মেট্রোতে। অর্থাৎ মাত্র একটি স্টপেজ বা ন্যূনতম ২ কিলোমিটার যাতায়াতের জন্য যাদের পাঁচ টাকা দিতে হতো, তাদের এখন থেকে ১৫ টাকা খরচ করতে হবে। নিউ গড়িয়া এবং দমদম এর মধ্যে যাতায়াতের জন্য ২৫ টাকা ভাড়া নির্ধারিত ছিল। তবে ওই মেট্রোতে উঠলে যাত্রীদের ৩৫ টাকা দিতে হবে। স্বাভাবিকভাবেই কলকাতা মেট্রোরে সিদ্ধান্তে বেশ অবাক হয়েছেন যাত্রীরা।

About Author