Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Kolkata metro: কলকাতা মেট্রো চলার পদ্ধতিতে বড় পরিবর্তন, পরিবেশ বাঁচাতে এবার সূর্যকেই ভরসা মেট্রোরেলের

কলকাতা মেট্রো কলকাতার মূল লাইফ লাইন। প্রতিদিন অসংখ্য মানুষ এই মেট্রো করে যাতায়াত করেন। মেট্রো ছাড়া যেন কলকাতা একেবারে প্রাণহীন। তবে এবারে নতুন পদ্ধতিতে মেট্রো চালানোর পরিকল্পনা শুরু করেছে মেট্রো…

Avatar

কলকাতা মেট্রো কলকাতার মূল লাইফ লাইন। প্রতিদিন অসংখ্য মানুষ এই মেট্রো করে যাতায়াত করেন। মেট্রো ছাড়া যেন কলকাতা একেবারে প্রাণহীন। তবে এবারে নতুন পদ্ধতিতে মেট্রো চালানোর পরিকল্পনা শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ। পরিবেশ বাঁচাতে কার্বন নিঃসরণের ব্যবহার কমাতে একমত হয়েছেন বিশেষজ্ঞরা। পরিবেশ রক্ষা করতে এবারে নতুন পদ্ধতিতে মেট্রো চালানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানা যাচ্ছে। মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ সৌর বিদ্যুৎ উৎপাদনে বাড়তি জোর দিয়েছে বলে জানা যাচ্ছে।

মেট্রো রেলওয়ে সূত্রে খবর ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সোলার পাওয়ার প্লান্ট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় সোলার প্ল্যান্ট বসানোর কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। মেট্রোরেলের পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে ইতিমধ্যেই মেট্রো রেল ২১৯০ কিলোওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করে ফেলেছে। মেট্রোরেল সূত্রে জানা গিয়েছে উত্তর দক্ষিণ মেট্রোর নোয়াপাড়া দমদম মহানায়ক উত্তম কুমার এবং কবি সুভাষ স্টেশনে ইতিমধ্যেই সৌর বিদ্যুৎ উৎপাদনের প্লান্ট তৈরি করা হয়েছে। এই মেট্রো স্টেশনগুলোতে ৬৫৭ কিলোওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে বলে জানা গিয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পিছিয়ে নেই ইস্ট ওয়েস্ট মেট্রোও। এই মেট্রো লাইনের সেক্টর ফাইভ সেন্ট্রাল পার্ক স্টেশন এবং সেন্ট্রাল পার্কের ডিপোতে সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য প্ল্যান্ট তৈরি করার কাজ চলছে। এখান থেকে মোট ১৫১৯ কিলোওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন হবে বলে জানা গিয়েছে। এছাড়াও টালিগঞ্জের তপন সিনহা মেমোরিয়াল হাসপাতালে আরো একটি সৌর বিদ্যুৎ উৎপাদনের প্ল্যান্ট বসানো হয়েছে বলে জানা যাচ্ছে। সেখান থেকেও ১৩.৫ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। মেট্রো ভবন সূত্রে খবর সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য মেট্রোর বিভিন্ন ভবনগুলির ছাদ ব্যবহার করা হবে। মেট্রোরেল কর্তৃপক্ষের আশা সৌর বিদ্যুৎ উৎপাদনের ফলে কার্বন নিঃসরণের মাত্রা অনেকটা কমবে যার ফলে শেষমেষ লাভ হবে সকলের।

About Author