পুজোর আগে শহরবাসীর জন্য বড়সড় চমক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার একসঙ্গে তিনটি নতুন মেট্রো রুট উদ্বোধন করতে চলেছেন। কলকাতায় মেট্রো যাত্রা নিয়ে বাঙালিদের যে আলাদা আবেগ রয়েছে, সেই আবেগকে আরও বাড়তি মাত্রা দেবে এই উদ্যোগ। বিশেষ করে দুর্গাপুজোর আগে যাত্রীদের জন্য এটি এক অনন্য গিফট বলেই মনে করছেন বহু মানুষ।২২ অগস্ট দমদমে একটি প্রশাসনিক কর্মসূচি থেকে মোদী এই তিনটি রুটের যাত্রা শুরু করবেন বলে জানা গিয়েছে। রেল সূত্রে খবর, আমন্ত্রণপত্র ইতিমধ্যেই পাঠানো হয়েছে। বিজেপি নেতৃত্বও বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল বহু প্রতীক্ষিত শিয়ালদহ-এসপ্ল্যানেড রুট, যার কারণে শহরের যাতায়াত আরও সহজ ও দ্রুত হয়ে উঠবে।
শিয়ালদহ–এসপ্ল্যানেড রুট
বউবাজার অঞ্চলের জটিলতার কারণে এতদিন ধরে এই রুট চালু করা সম্ভব হয়নি। যদিও কাটাছেঁড়া সার্ভিস হিসেবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ও সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত ট্রেন চলছিল। কিন্তু এবার সম্পূর্ণ রুট খোলা হলে একটানা হাওড়া থেকে শিয়ালদহ যাতায়াত করা যাবে মাত্র ১১ মিনিটে। যাত্রীদের কাছে এটি নিঃসন্দেহে বড় স্বস্তির খবর।
বেলেঘাটা–রুবি রুট
এই নতুন রুট চালু হলে নিউ গড়িয়া থেকে সরাসরি বেলেঘাটা পর্যন্ত যাতায়াত সম্ভব হবে। এর মধ্যে স্টেশন থাকছে নিউ গড়িয়া, SRFIT এলাকা, অজয়নগর, কালিকাপুর ও রুবি। পাশাপাশি নতুনভাবে তৈরি হচ্ছে ভিআইপি বাজার, ঋত্বিক ঘটক, সায়েন্স সিটি এবং বেলেঘাটা স্টেশন। এর ফলে দক্ষিণ কলকাতা থেকে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস পর্যন্ত যাতায়াত আরও মসৃণ হবে।
নোয়াপাড়া–বিমানবন্দর রুট
কলকাতার ইয়েলো রুট নামে পরিচিত এই পরিষেবা চালু হলে উত্তর ২৪ পরগনার যাত্রীদের সুবিধা হবে সবচেয়ে বেশি। বিশেষ করে বিমানবন্দর যাতায়াত অনেক সহজ হয়ে যাবে। উত্তর কলকাতা থেকে বিমানবন্দর পৌঁছতে আর ট্রাফিক সমস্যার মুখোমুখি হতে হবে না।তিনটি রুট একসঙ্গে চালু হলে কলকাতা মেট্রো নেটওয়ার্ক আরও বিস্তৃত হবে। ফলে শহরের উত্তর, দক্ষিণ ও পূর্ব অংশ সরাসরি মেট্রো যোগাযোগের মাধ্যমে যুক্ত হয়ে যাবে। বিশেষজ্ঞদের মতে, দুর্গাপুজোর আগে এই পদক্ষেপ শহরের যাতায়াত ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে।