Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

১৪ দিনের মধ্যে বিজ্ঞপ্তি দিতে হবে ২০০৯ প্রাথমিক নিয়োগের, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

২০০৯ সালের প্রাথমিক নিয়োগের জট অবশেষে সমাধান হল। দীর্ঘ আন্দোলনের পর এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ১৬৩২ শূন্যপদে নিয়োগের সবুজ সংকেত দিল। আপনাদের জানিয়ে রাখি, প্রাথমিক পর্ষদ ২০০৯ সালে ১৬৩২ পদে…

Avatar

২০০৯ সালের প্রাথমিক নিয়োগের জট অবশেষে সমাধান হল। দীর্ঘ আন্দোলনের পর এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ১৬৩২ শূন্যপদে নিয়োগের সবুজ সংকেত দিল। আপনাদের জানিয়ে রাখি, প্রাথমিক পর্ষদ ২০০৯ সালে ১৬৩২ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল। তবে লিখিত পরীক্ষার পর ২০১১ সালে তা বাতিল হয়। এবার সেই শূন্যপদেই নিয়োগের ঘোষণা করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। নিয়োগ হবে দক্ষিণ চব্বিশ পরগনায়। শরীরশিক্ষা কর্মশিক্ষা নিয়োগ রায়ের পর ফের উল্লেখযোগ্য হাইকোর্টের এই নির্দেশ।

আজ অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে আগামী দুই সপ্তাহের মধ্যে ২০০৯ সালের প্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। উত্তর ২৪ পরগনা, মালদহ এবং হাওড়ার মতো দক্ষিণ ২৪ পরগণা জেলার ২০০৯ সালের চাকরিপ্রার্থীদের ক্ষেত্রেও একই পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সুব্রত তালুকদার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে ৪০ দিনের জন্য ধরনায় বসার অনুমতি পেলেন ২০১৪ সালের টেট চাকরিপ্রার্থীরা। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ দিয়েছেন যে ২০১৪ সালের টেট চাকরিপ্রার্থীরা গান্ধীমূর্তির সামনে ধরনায় বসতে পারবেন। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল অর্থাৎ বুধবার মধ্যরাতে ফের আন্দোলনকারীদের সাথে অশান্তিতে জড়ায় কলকাতা পুলিশ। মধ্যরাতে অশান্ত হয়েছিল লালবাজার চত্বর। এমনকি জানা গিয়েছে যে ৩০ জন বিক্ষোভকারীর নামে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তবে আন্দোলনকারীরা এর বিরুদ্ধেও আদালতের দ্বারস্থ হবেন বলে জানা গিয়েছে।

About Author