Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চতুর্থীতেই রাস্তায় মানুষের ঢল! প্রতিমা দর্শনে রাস্তায় বেড়লেন বাঙালি!

প্রীতম দাস, নিজস্ব প্রতিনিধি: আজ মহাচতুর্থি, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শুরু হয় গিয়েছে। আকাশে বাতাসে পুজোর গন্ধ ও সেই সঙ্গে প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরার ধুম। দুর্গাপূজার আনন্দ বাঙালি এখন মহালয়ার পর…

Avatar

প্রীতম দাস, নিজস্ব প্রতিনিধি: আজ মহাচতুর্থি, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শুরু হয় গিয়েছে। আকাশে বাতাসে পুজোর গন্ধ ও সেই সঙ্গে প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরার ধুম। দুর্গাপূজার আনন্দ বাঙালি এখন মহালয়ার পর থেকে শুরু করে দেয়। পুজোর মধ্যে বৃষ্টির ভ্রুকুটি কিছুটা পুজো উদ্যোক্তা ও উৎসবপ্রিয় বাঙ্গালীর কপালে চিন্তার ভাঁজ ফেললেও আজ মহাচতুর্থীতে নীলাকাশ, পেঁজা তুলোর মতো মেঘ ও সোনালী ঝলমলে রোদ্দুর বাঙালির আনন্দকে কয়েক গুন বাড়িয়ে দিয়েছে।

তাই তো সকাল থেকেই বিভিন্ন মণ্ডপে প্রতিমা দর্শনের অগনিত মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত। শুভ চতুর্থী তিথির সকাল থেকেই মানুষ শুরু করে দিয়েছে শহরের নামী, প্রসিদ্ধ , বিগ বাজেটের পূজা মন্ডপ ও প্রতিমা দর্শন। কেউ আত্মীয় স্বজন , কেউবা বন্ধু বান্ধবদের সাথে বেরিয়ে পড়েছে পুজো মণ্ডপের নতুন নতুন থিম ও প্রতিমার সাক্ষী হতে। অন্যান্য বছরের মতো এ বছরও বাঙালি বৃষ্টির চোখ রাঙানি উপেক্ষা করে মণ্ডপে মণ্ডপে ভিড় করতে শুরু করে দিয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author