বছরের প্রথম ডার্বিতে বেশ বড়সড় জয় মোহনবাগানের। ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারিয়ে জয় ছিনিয়ে নেয় সবুজ-মেরুন বাহিনী।
ম্যাচের প্রথম দিকে দুই দলই ভালো খেললেও ১৮ মিনিট পর মোহনবাগানের হয়ে গোল করেন বাবা দিওয়ারা। এরপর একের পর এক সুযোগ আসে মোহনবাগানের জন্য। ৭০ মিনিট পর আরও একটি গোল করেন জোসেবা বেইতিয়া। মোহনবাগানের পরপর আক্রমণ করাতেও খেলা ওখানেই শেষ হয়নি, বিপরীত দিক থেকেও প্রতিরোধ আসে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : BCCI-এর চুক্তি থেকে বাদ ধোনি, এই বিষয়ে কী বললেন সৌরভ গাঙ্গুলি
ম্যাচের ৭১ মিনিট পর লাল-হলুদ শিবিরের তরফ থেকে গোল করেন মার্কোস। তারপর খেলার নিয়ন্ত্রণ ইস্টবেঙ্গলের তরফে গেলেও শেষরক্ষা হয়নি। অনেকগুলি সুযোগ তৈরি হলেও কোনোটিকেই কাজে লাগাতে পারেনি ইস্টবেঙ্গল বাহিনী। ফলে এই মরশুমের প্রথম ডার্বিতে দুর্দান্ত জয় হয় মোহনবাগানের।
এই জয়ের পর আই লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও একবার ধরে রাখল মোহনবাগান। শুধু তাই নয় পয়েন্টের ব্যবধানও অনেক বেড়ে যায়। ৮ টি ম্যাচে তাঁদের মোট পয়েন্ট হয় ১৭। অপরদিকে, ৭ টি ম্যাচের পর ইস্টবেঙ্গলের পয়েন্ট হয় ৮। তারা এখন পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে।