তড়িৎ ঘোষ : ভারতবর্ষের মাটিতে প্রথমবারের জন্য হতে চলেছে দিন-রাতের টেস্ট। সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড সভাপতি হওয়ার পরেই দিন-রাতের টেস্ট হওয়া নিয়ে তোড়জোড় শুরু হয়। বাংলাদেশের বিরুদ্ধে হতে চলা দ্বিতীয় টেস্ট অর্থাৎ ২২-২৬ শে নভেম্বর ইডেন গার্ডেনে বসবে গোলাপি বলের টেস্টের আসর।
সূত্রের খবর গোলাপি বলের টেস্ট ম্যাচের আগে কলকাতার রাজপথ গোলাপি আলোয় আলোকিত হয়ে উঠতে চলেছে। এক্ষেত্রে সিএবি ও কলকাতা পৌরসভা যৌথভাবে কাজ করবে। এছাড়াও সিএবি কলকাতা শহর জুড়ে এই ম্যাচের হোডিং লাগাতে চলেছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই ঐতিহাসিক ম্যাচটিকে ক্রিকেট প্রেমীদের কাছে স্মরণীয় করে রাখার জন্য একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে সিএবি। অলিম্পিক জয়ী ও একঝাঁক তারকা সহ দুই দেশের প্রধানমন্ত্রী আসছেন এই ম্যাচ দেখতে। এছাড়াও থাকছে আরো অনেক চমক।