ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে অনুষ্কা ভামিকার চারপাশে হাত জড়িয়ে রেখেছেন। অনুষ্কা মাথায় এক হাত রেখে ভামিকাকে ঢেকে রাখার চেষ্টা করেন এবং তাকে ক্যামেরার ঝলকানি থেকে দূরে রাখার চেষ্টা করেন যাতে তার মুখ প্রকাশ্যে না আসে। মেয়ে যতদিন বড় না হবে বা নিজে চাইবে ততদিন সোশ্যাল মিডিয়ায় তাঁর কোনো ছবি দেওয়া হবে না এমনটাই জানিয়েছিলেন কোহলি ও অনুষ্কা। যাইহোক একটি ছবিতে, শিশুকন্যার মুখ দেখা যাচ্ছে (যদিও খুব স্পষ্ট নয়)। ভক্তরা ভামিকার সামান্যতম ঝলকও পান। এর আগে, বাবা-মা তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কয়েকটি ছবি শেয়ার করেছিলেন কিন্তু ভামিকার মুখ প্রকাশ করেননি।
স্ত্রী-কন্যাকে নিয়ে ইংল্যান্ড উড়ে গেলেন কোহলি, বিমানবন্দরে ক্যামেরাবন্দি ছোট্ট ভামিকা
পাঁচ মাসের মেয়ে ভামিকাকে সাথে নিয়ে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও স্ত্রী অনুষ্কা শর্মা গতকাল গভীর রাতে মুম্বাই থেকে ইংল্যান্ড সফরের জন্য রওনা দেন। মুম্বই বিমান বন্দরে ক্যামেরাবন্দি…

আরও পড়ুন