Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কোহলির সন্তান হোক অস্ট্রেলিয়ার নাগরিক, এমনই অদ্ভুত আবদার অ্যালেন বর্ডারের

অস্ট্রেলিয়া নাগরিক হতে চলেছেন কোহলির সন্তান। এরকম একটা অদ্ভুত আবদার করে ফেলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার অ্যালেন বর্ডার। অস্ট্রেলিয়া সফরের মাঝপথে বিরাট কোহলি ভারতে ফিরে আসছেন মাত্র একটি টেস্ট খেলার পরে।…

Avatar

অস্ট্রেলিয়া নাগরিক হতে চলেছেন কোহলির সন্তান। এরকম একটা অদ্ভুত আবদার করে ফেলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার অ্যালেন বর্ডার। অস্ট্রেলিয়া সফরের মাঝপথে বিরাট কোহলি ভারতে ফিরে আসছেন মাত্র একটি টেস্ট খেলার পরে। কারণ, তিনি পিতৃত্বকালীন ছুটি নিতে চলেছেন।

আর এই নিয়ে বর্তমানে বেশ সরগরম ক্রিকেটমহল। বর্ষিয়ান ক্রিকেটার বর্ডার তারি মাঝে সাংবাদিকদের সামনে ইচ্ছা প্রকাশ করলেন, আমরা মনে করেছিলাম, কোহলি অস্ট্রেলিয়াতে নিজের সন্তানের জন্ম দেবেন। তাহলে আমরা দাবি করতে পারব, কোহলির সদ্যোজাত অস্ট্রেলিয়ান। পাশাপাশি, তিনি আবদার করেছেন কোহলি যেন অস্ট্রেলিয়া নাগরিক হয়ে যান।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভারতের অস্ট্রেলিয়া সফরের মাঝপথে যদি বিরাট ভারতে চলে আসেন তাহলে অনেকটা সুবিধা পেতে চলেছে অস্ট্রেলিয়া। এমনটা মনে করছেন বর্ডার। তিনি বলছেন,”যে একটা বিষয় অস্ট্রেলিয়ার পক্ষে সেটা হল, বিরাট কোহলি একটি টেস্ট খেলে ভারতে ফিরে যাচ্ছেন। আর এর ফলে আখেরে লাভ হবে অস্ট্রেলিয়ার। এই মুহূর্তে নেতা অথবা ক্রিকেটার হিসেবে কোহলির জায়গা নেওয়ার মত কেউ নেই। তাই কোহলি চলে গেলে অস্ট্রেলিয়া এই সিরিজ ২-১ ব্যবধানে জিততে চলেছে।”

যাই হোক বর্ডার কোহলিকে নিয়ে অত্যন্ত মুগ্ধ বটে। তিনি বলছেন,”যেভাবে আগ্রাসী এবং প্যাশনেট ভাবে ক্রিকেট কোহলি খেলে সেটা আমার খুব দারুণ লাগে। জাতীয় দলের জার্সিতে তার খেলা আমার হৃদয় স্পর্শ করেছে। কোহলি একজন স্পেশাল ক্রিকেটার এবং একজন দুর্দান্ত লিডার। কোহলি ভারতীয় ক্রিকেটে আধুনিকতা আমদানি করেছে। আমি কোহলির ক্রিকেটের এবং লিডারশিপের বড় ফ্যান।”

About Author