ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে বিতর্ক মূলক ভাবে রান আউট দেওয়া হয় ভারতের রবীন্দ্র জাদেজা কে। যেটি নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। ভারত অধিনায়ক বিরাট কোহলি ব্যাপারটি নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ।
ভারতীয় ইনিংসের ৪৭.৪ তম ওভারের ঘটনা। ভারতীয় ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা স্ট্রাইকে ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের কেমো পল এর বল খেলে দিয়ে তিনি সিঙ্গেল নিতে যাচ্ছিলেন। নন-স্ট্রাইকিং এন্ডে ডাইরেক্ট হিট করেন রস্তন চেজ। অনফিল্ড আম্পায়ার শন জর্জ প্রথমে নট-আউট দেন। তারপরই টিভিতে রিপ্লে দেখানো হয়। দেখা যায় সামান্যর জন্য আউট ছিলেন জাদেজা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : ভারত সফরে একদিনের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া
এরপর ওয়েস্ট ইন্ডিজ ড্রেসিংরুম থেকে অধিনায়ক কাইরন পোলার্ডকে ব্যাপারটি জানানো হয়। তারপর পোলার্ড আবেদন করলে থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত নেওয়া হয়। থার্ড আম্পায়ার জাদেজাকে আউট দেন। ঠিক তারপরই ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। চতুর্থ আম্পায়ার অনিল চৌধুরীর সাথে কথা বলেন তিনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে তিনি বলেন “এরকম ঘটনা এতদিনের ক্রিকেট জীবনে প্রথম দেখলাম। জানিনা এভাবে আউট দেওয়া যায় কিনা।”