Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘পুরো ক্যারিয়ারে কোহলি এত ভুল করেননি যতটা ২০২২ আইপিএলে করেছেন’ : বীরেন্দ্র শেওয়াগ

গতকাল রাজস্থানের বিরুদ্ধে ব্যাঙ্গালোরের লজ্জাজনক পরাজয়ের পর বিরাট কোহলিকে কার্যত এক হাতে নিলেন বীরেন্দ্র শেওয়াগ। বলতে গেলে পয়েন্ট-টু-পয়েন্ট বিরাট কোহলির ভুলগুলো ধরিয়ে দিলেন শেওয়াগ। গতকাল রাজস্থানের বিরুদ্ধে ফের ব্যাট হাতে…

Avatar

গতকাল রাজস্থানের বিরুদ্ধে ব্যাঙ্গালোরের লজ্জাজনক পরাজয়ের পর বিরাট কোহলিকে কার্যত এক হাতে নিলেন বীরেন্দ্র শেওয়াগ। বলতে গেলে পয়েন্ট-টু-পয়েন্ট বিরাট কোহলির ভুলগুলো ধরিয়ে দিলেন শেওয়াগ। গতকাল রাজস্থানের বিরুদ্ধে ফের ব্যাট হাতে ব্যর্থ হন বিরাট কোহলি। ৮ বল মোকাবেলা করে ৭ রানে প্রসিদ্ধ কৃষ্ণার বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। যখন দলের জন্য বিরাট কোহলির ব্যাট জ্বলে ওঠার কথা ঠিক সেই মুহুর্তে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হলেন তিনি।

গতকালকের গুরুত্বপূর্ণ ম্যাচ শেষে সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেওয়াগ কার্যত বিরাট কোহলিকে তুলোধোনা করলেন। তিনি বলেন,”সম্ভবত বিরাট কোহলি নিজের ক্যারিয়ারে এতটা ভুল করেননি যতটা ২০২২ আইপিএল খেলার সময় করেছেন। তিনি ভালোভাবে জানেন বিগত কয়েক বছর ধরে তার ব্যাট থেকে রান আসছে না। আর তার কারণে তার উচিত ছিল ব্যাটের মধ্যভাগ দিয়ে খেলা। শুরুতেই অফ স্টাম্পের বাইরে কয়েকটি বল ছেড়ে দিয়েছিলেন বিরাট কোহলি। যা বিরাট কোহলির জন্য ইতিবাচক সিদ্ধান্ত ছিল।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তিনি আরও বলেন,”কখনো কখনো আপনার ভাগ্য ভালো থাকলে বল ব্যাটের যেকোনো অংশে লেগে সীমানা পার হতে পারে। তবে সেই ভাগ্যের উপর নির্ভর করে কতদিন বসে থাকবেন? আপনাকে অবশ্যই আলাদা কিছু করতে হবে। সম্ভবত চলতি আইপিএলে আমরা যে বিরাট কোহলিকে দেখছি সে আমাদের চিরপরিচিত বিরাট কোহলি নয়। যখন আপনি ফর্মে থাকবেন না তখন নিশ্চয় অফস্ট্যাম্পের বাইরের বলকে খোঁচা দিতে যাবেন না। সুযোগ অবশ্যই আসবে। আর সেটাকেই কাজে লাগাতে হবে। আর যেটা বিরাট কোহলি করতে পারেননি।”

আপনাদের জানিয়ে রাখি, ২০২২ আইপিএল-এ ১৬ ম্যাচে কোহলির ব্যাট থেকে ২২.৭৩ গড়ে মাত্র ৩৪১ রান এসেছে। এরমধ্যে তিনি দুটি হাফ সেঞ্চুরি করেছিলেন। তবে হতচকিত ভাবে ক্যারিয়ারের সবচেয়ে বেশি “গোল্ডেন ডাক” পেয়েছেন বিরাট কোহলি।

About Author