কিছুদিন আগে কোয়েল শেয়ার করেছেন মাতৃত্বের আভাস পাওয়ার দিনগুলির ফটো। ফটো শেয়ার করে ক্যাপশন দিয়ে কোয়েল লিখেছেন, শুরুর দিনগুলি সত্যি আনন্দময় ছিল। এর আগে অন্যান্য নায়িকাদের মতো কোয়েল সোশ্যাল মিডিয়ায় ওপেনলি বেবি বাম্পের ফটো শেয়ার করেননি। তবে এদিন তিনি তাঁর বেবি বাম্পের ফটো শেয়ার করলেন। কিন্তু সেই ফটোর মধ্যেও ছিল সৌন্দর্য, সন্তানকে উষ্ণ রাখার গোপনীয়তা। চলতি বছরের শুরুতে কোয়েল জানিয়েছিলেন, তিনি মা হতে চলেছেন। সেই সময়ের তিনটি ফটো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কোয়েল। ফটোগুলিতে কোয়েলের পরনে রয়েছে লাল রঙের ঢোলা কুর্তি। তার সঙ্গে মানানসই করে গলায় রঙবেরঙের বিডস নেকলেস পরেছেন কোয়েল। তাঁর ঢেউ খেলানো খোলা চুল মুখের একপাশে পড়ে অপূর্ব লাবণ্যের সৃষ্টি করেছে। ফটোগুলিতে খুব ভালো করে লক্ষ্য করলে কোয়েলের বেবি বাম্পের আবছা আভাস পাওয়া যাচ্ছে। সন্তান যখন মায়ের গর্ভের অন্ধকার উষ্ণতায় ধীরে ধীরে বেড়ে ওঠে, তখন এক মা তাঁর আধারকে সযত্নলালিত করে সুরক্ষায় মুড়ে রাখেন। কোয়েলের ঢোলা কুর্তির আড়ালে বেবি বাম্পকে ঢেকে রাখার কৌশল এই কথাগুলি অনায়াসেই মনে করিয়ে দেয়। কোয়েলের বেবি বাম্পের গোপনীয়তা রক্ষা দেখে যেন মনে হয়, আরও পাঁচটা মায়ের মতোই কোয়েলও মনে মনে তাঁর গর্ভে সযত্নে বেড়ে ওঠা সন্তানকে দিচ্ছেন মাতৃত্বের অমোঘ আশ্বাস, “চিন্তা করিস না বাবু, আমি তো আছি”।
শীতের আমাজে মা-বাবার সঙ্গে অভিনেত্রী কোয়েল মল্লিক, ভাইরাল সেই ছবি
সম্প্রতি অভিনেত্রী কোয়েল মল্লিকের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে কোয়েলকে দেখা যাচ্ছে তাঁর বাবা অভিনেতা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিকের সাথে। লকডাউনের সময় রঞ্জিত মল্লিক ও দীপা…

আরও পড়ুন