সম্প্রতি অভিনেত্রী আবারও সেই আগের মারকাটারি ফিগারে, বোল্ড লুকে ধরা দিয়েছেন ক্যামেরার সামনে। সম্প্রতি একটি বোল্ড ফটোশুটে অংশগ্রহণ করেছিলেন তিনি। এই ফটোশুটে তার পরনে ছিল ওয়ান সাইড অফ শোল্ডার ছাই রঙা একটি শর্ট ড্রেস, পায়ে ছিল স্টিলেটো। হালকা মেকাপে, খোলা চুলে, লাল লিপস্টিকে সেজেছিলেন তিনি। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে অভিনেত্রীকে ছবি তোলার জন্য বিভিন্ন পোজ দিতে দেখা গিয়েছে। ভিডিওটি দেখে এইটুকু স্পষ্ট যে অভিনেত্রী কোন একটি পাঁচতারা হোটেলেই ফটোশুটের এই সেশন সেরেছেন। ফটোশুট চলাকালীনই এই ভিডিওটি করা হয়েছে। ছোট ক্লিপিংস একসাথে জুড়ে বানানো হয়েছে এই রিল ভিডিওটি। নিজের ইনস্টা প্রোফাইল থেকে ভিডিওটি শেয়ার করেছেন অভিনেত্রী, যা এই মুহূর্তে নেটিজেনদের মাঝে ভাইরাল।ভিডিওটি শেয়ার হওয়ার সাথে সাথেই রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে নেটদুনিয়ায়। অভিনেত্রীর এই মারকাটারি ফিগার আবারও ঘুম উড়িয়েছে তার পুরুষ ভক্তদের। এই বোল্ড ফটোশুটে অভিনেত্রী যে লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন ক্যামেরার সামনে তা মানছেন সকলেই। তার ভক্তদের পাশাপাশি সকল নেটিজেনরা প্রশংসা ভরিয়েছেন তাকে। এই মুহূর্তে তার অগণিত ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন তাকে আবারও বড়পর্দায় দেখার। সম্ভবত খুব শীঘ্রই বড়পর্দায় দেখা মিলবে তার আশা করছেন সকলেই। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি যে একজন ভালো দায়িত্বশীল মা, তা আলাদা ভাবে বলার প্রয়োজন পড়ে না। নিজের ব্যস্ততার মাঝেও ছেলেকে যথেষ্ট সময় দেন তিনি। এই মুহূর্তে তার প্রথম প্রায়রিটি তার ছেলেই।
Koel Mallick: কাঁধ খোলা পোশাক, শর্ট ড্রেসে বাঙালি অভিনেত্রীর বোল্ড লুক তুমুল ভাইরাল
টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম কোয়েল মল্লিক। 'নাটের গুরু' ছবিতে জিতের বিপরীতে অভিনয়ের মাধ্যমেই নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন অভিনেত্রী। বাবা রঞ্জিত মল্লিকের পরিচয় ভাঙিয়ে নয় নিজের দক্ষতাতে নিজের…

আরও পড়ুন