১ জুলাই থেকে মেট্রো চালানোর প্রস্তবের কথা শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেক্ষেত্রে বিশেষ নিয়মবিধি মেনে চলার কথা বলা হয়েছে। মেট্রোতে যতগুলি আসন আছে, ঠিক ততগুলি আসনেই যাত্রী নিয়ে যাবার কথা বলা হয়েছে। দূরত্ব বিধি মেনে চলতে হবে। তাড়াহুড়ো করলে চলবে না। মেট্রোকে বারবার স্যানিটাইজ করতে হবে।
এই প্রস্তাবের পর মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন যে তাদের কোনো সমস্যা নেই। রেল বোর্ডের সম্মতি পেলেই তারা মেট্রো চালানোর জন্য প্রস্তুত। রাজ্য সরকারকে এক্ষেত্রে রেল বোর্ডকে চিঠি দিতে হবে। এদিকে রেল বোর্ডের চেয়ারম্যান বিনোদ যাদব বলেছেন যে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে মেট্রো চালানো নিয়ে কোনো প্রস্তাব আসেনি। প্রস্তব এলে তারা রাজ্য সরকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসূত্রের খবর অনুযায়ী, আগামী সোমবার রাজ্য সরকার মেট্রো নিয়ে আলোচনা করতে পারে। সেদিন হয়তো রেল বোর্ডকে প্রস্তাব জানাতে পারে রাজ্য সরকার। মেট্রো চললেও মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে তাড়াহুড়ো করতে একদম হবে না।