Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এক মাস পর নিতে পারবেন দ্বিতীয় ডোজ, জেনে নিন, বাংলায় করোনার টিকাকরণের নিয়ম

কলকাতা: দেশ জুড়ে শুরু হয়েছে করোনা টিকাকরণ। পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে শুরু হয়েছে এই কাজ। করোনা যোদ্ধা, স্বাস্থ্যকর্মীদের প্রথম পর্যায়ের ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে জোরকদমে। আগামী দিনে দেশের প্রতিটি মানুষ এই…

Avatar

কলকাতা: দেশ জুড়ে শুরু হয়েছে করোনা টিকাকরণ। পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে শুরু হয়েছে এই কাজ। করোনা যোদ্ধা, স্বাস্থ্যকর্মীদের প্রথম পর্যায়ের ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে জোরকদমে। আগামী দিনে দেশের প্রতিটি মানুষ এই ভ্যাকসিন পাবেন এমন আশ্বাস শনিবার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তবে অন্য ভ্যাকসিনের থেকে করোনা ভ্যাকসিনে নিয়ম মানতে হচ্ছে কঠোরভাবে। ট্রায়ালে ভাল ফল মিললেও এই ভ্যাকসিনের কার্যকারীতা ও পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে এখনও চিন্তা বহাল দেশে। রাজ্যে টিকাকরণের জন্য নির্দিষ্ট হাসপাতালে রাখা হয়েছে বিশেষ ব্যবস্থাও।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এখন টিকাকরণের সময় কী কী নিয়ম মানতে হচ্ছে। সেগুলি এক নজরে দেখে নেওয়া যাক।…

● প্রথমে আসতে হবে প্রি-ভ্যাকসিনেশন এরিয়াতে। সেখানে টিকাকরণের জন্য নথিভুক্তদের আসতে হবে।

● সেখানে হবে নথি যাচাইয়ের কাজ।

● এরপর সবুজ সংকেত পাওয়ার পর টিকাকরণের ঘরে গিয়ে ভ্যাকসিন নিতে হবে।

● টিকাকরণের পর প্রত্যেককে ৩০ মিনিট অপেক্ষা করতে হবে পোস্ট ভ্যাকসিনেশন এরিয়াতে।

● এই সময়ের মধ্যে কোনও প্রতিক্রিয়া বা সমস্যা দেখা গেলে তার চিকিৎসা করা হবে স্বাস্থ্য দফতরের তরফে জারি রয়েছে এই নিয়ম। বাড়তি নজরদারি রাখা হচ্ছে।

● টিকাকরণের পর দেওয়া হচ্ছে কার্ড।

● প্রথম টিকার পর দ্বিতীয় টিকাও নিতে হবে।

● দ্বিতীয় ডোজ কবে নিতে হবে তা ফোনে জানান হবে।

● ২টি ডোজের মধ্যে থাকবে এক মাসের ব্যবধান।

About Author